Anwar Ali: অপেক্ষার অবসান ঘটিয়ে বল পায়ে অনুশীলন আনোয়ারের

Anwar Ali

 গত এএফসি কাপ ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলিকে (Anwar Ali)। তারপর সময় যতো এগিয়েছে তার অভাব প্রত্যেক ম্যাচেই বুঝতে পেরেছে মোহনবাগান (Mohun Bagan)। শেষ মরশুমে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ইন্টারজোনাল সেমিফাইনালে উঠলেও এ বছর ব্যাপক শক্তিশালী টিম নিয়েও কার্যত ধরাশায়ী হয়ে যায় ময়দানে এই প্রধান। ছিঁটকে যেতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। তার সঙ্গে যুক্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক। এসবের মধ্যে থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাগানের। সেই মর্মেই এবার তাদের মিশন সুপার কাপ। তবে গত কয়েকদিন আগেই বদল করা হয়েছে দলের কোচ।

Advertisements

আরও পড়ুন: Fact Check: হাবাসকে সরিয়ে মোহনবাগানে আন্দ্রে ভিলাস বোয়াস? জানুন সম্ভাবনা কতটা

এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ হাইপ্রোফাইল অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে। পূর্বেও এই দলকে একাধিকবার সাফল্য এনে দিয়েছেন তিনি। চলতি মরশুমে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও যুক্ত ছিলেন। সেখান থেকেই এবার বাড়তি দায়িত্ব উঠল তার হাতে। বলতে গেলে এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তার পছন্দমতই ফুটবলার আনতে মরিয়া বাগান ম্যানেজমেন্ট।

Advertisements

তবে ভিসা জনিত সমস্যা থাকায় এখনো পর্যন্ত ভারতে আসা সম্ভব হয়নি। গতকালই ভিসা সমস্যা মিটিয়েছেন তিনি। আগামীকাল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। তারপর সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকেই ভুবনেশ্বরে দলের সঙ্গে যুক্ত হবেন হাবাস। ততক্ষণ দলের দায়িত্ব পালন করবেন ক্লিফোর্ড মিরান্ডা।

এক কথায় বলতে গেলে সুপার কাপের ডার্বি ম্যাচ থেকেই হয়তো মোহনবাগানের ডাগ আউটে দেখা যাবে হাবাসকে। যা নিয়ে কিছুটা হলেও স্বস্তির আমেজ দেখা দিয়েছে মেরিনার্সদের মধ্যে। অন্যদিকে, এবার বল পায়ে অনুশীলনে ফিরেছেন দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আইএসএলের দ্বিতীয় লেগে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবেন পাঞ্জাবের এই ডিফেন্ডার।