টিফোতে প্রবেশ নিষেধ! সেমিফাইনাল নিয়ে আশাবাদী অনিরুদ্ধ থাপা

মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup 2024) দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই সোমবার…

Mohun Bagan's Anirudh Thapa Optimistic About Durand Cup

মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup 2024) দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাগান কোচ জোসে মোলিনা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের আপফ্রন্টের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)।

   

এক্ষেত্রে জেরার্ড জারাগোজার দলকে সমীহ করলেও দলের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় হেডস্যারকে। এমনকি নব্বই মিনিটের মধ্যেই জয় ছিনিয়ে আনার কথা ও বলেন মোলিনা। পরবর্তীতে ঠিক একই সুর শোনা যায় আপফ্রন্টের এই ফুটবলারের গলায়।

সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘আমাদের এই বছরের দল যথেষ্ট শক্তিশালী। প্রথম একাদশে থাকার জন্য সবাইকে লড়াই করতে হবে। তবে এই লড়াই একটি শান্তিপূর্ণ প্রতিযোগিতা। আমার দৃঢ় বিশ্বাস সেমিফাইনাল ম্যাচ আমরা যথেষ্ট ভালো খেলবো।’ তবে এখনও পর্যন্ত ম্যাচফিট হননি জেমি ম্যাকলারেন। যারফলে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে জেসন কামিন্স এবং গ্ৰেগ স্টুয়ার্টের‌ মতো ফুটবলারদের উপরেই ভরসা রাখবেন বাগান কোচ।

এসবের মাঝেই এবার সেমিফাইনাল ম্যাচ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। ঘন্টাখানেক আগেই একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আসন্ন এই ম্যাচে কোনও রকম পোস্টার বা টিফো নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা। এমনকি ড্রাম নিয়ে ও প্রবেশ করা যাবে না মাঠের মধ্যে। বর্তমানে সেই নিয়েই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে বাগান সমর্থকরা।