চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য, তাই এই কাজটা এবার করবে না Mohun Bagan

ময়দানে এখনও কিছু সংস্কার বা কুসংস্কার মেনে চলা হয়। যার একটা উদাহরণ দেখা যেতে পারে আগামী ২৯ জুলাই। ওই দিন মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) বিশেষ…

ATK Mohun Bagan tent

ময়দানে এখনও কিছু সংস্কার বা কুসংস্কার মেনে চলা হয়। যার একটা উদাহরণ দেখা যেতে পারে আগামী ২৯ জুলাই। ওই দিন মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) বিশেষ অনুষ্ঠান। বর্তমান এবং প্রাক্তন ফুটবলারদের সম্মান জানানো হবে ওই দিন।

Advertisements

ঊনত্রিশ তারিখের সকালে এটিকে মোহন বাগানের অনুশীলন রয়েছে। খেলোয়াড়রা মাঠেই উপস্থিত থাকবেন। কিন্তু গোটা দলকে মঞ্চে তোলা হবে না। মোহনবাগান কর্তা দেবাশীষ দত্তের মতে এর কারণ, ” যখনই পুরো দলকে আমরা মঞ্চে তুলি, আমরা চ্যাম্পিয়ন হতে পারি না। তাই দল অনুশীলন করলেও ফুটবলারদের মঞ্চে তোলা হবে না।”

Advertisements

এবারের ‘মোহনবাগান রত্ন’ সন্মানে সন্মানিত হতে চলেছেন শ‍্যাম থাপা। আগামী ২৯ জুলাই তার হাতে এই বিশেষ সন্মান তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুভাষ ভৌমিক স্মৃতি পুরস্কার পেতে চলেছেন কিয়ান নাসিরি। লিস্টন কোলাসো পাবেন শিবনাথ ভাদুড়ি স্মৃতি পুরস্কার।

গতবার ইন্ডিয়ান সুপার লিগ খেতাবের খুব কাছে গিয়ে থেমে গিয়েছিল বাগান। শিল্ড জয়ের হাতছানি থাকলেও ক্লাবের ট্রফি ক্যাবিনেটে আসেনি পুরস্কার। পুরনো ভুল ত্রুটি শুধরে একাধিক খেলোয়াড়কে সই করানো হচ্ছে। রিলিজও করা হয়েছে একাধিক নামী খেলোয়াড়কে। সব মিলিয়ে মোহনবাগানের লক্ষ্য যে সেরা হওয়া সেটাই ফের বুঝিয়ে দিয়েছেন সবুজ মেরুন কর্তা।