Mohun Bagan: অভিনব কার্ডের সূচনা সবুজ-মেরুনে, কবে থেকে পাবেন সমর্থকরা?

Mohun Bagan Unveils New Fan Card

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল, বুধবার বিকেলের দিকে মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে উন্মোচিত হয়েছে অমর একাদশের মূর্তি। পূর্বে শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবে ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চ ও ছবি থাকলেও তেমন কোনো মূর্তি ছিলনা। অবশেষে এবার সেই অমর একাদশের ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চের মধ্যেই তৈরি করা হয়েছে অমর একাদশের মূর্তি।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন? 

   

বর্তমানে যা শোভা পাচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাবে। যেটি দেখার জন্য গতকাল থেকেই ভিড় জমিয়ে ছিলেন আপামর মোহনবাগান জনতা। এই গোটা অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে স্থান পেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম সরকার সহ আরও একাধিক প্রাক্তন তারকা।

আরও পড়ুন: IPL Auction: স্মিথ, সল্ট, হেজেলউড… অবিক্রিত খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়ে যাবে সেরা একাদশ 

তবে শুধু এই অমর একাদশ মূর্তি নয়। এদিন সেই মঞ্চ থেকেই ক্লাবের নয়া স্মার্ট কার্ড প্রকাশিত হয়। হ্যাঁ ঠিকই শুনছেন। এবার সামনে আসে মোহনবাগানের নতুন স্মার্ট কার্ড। যার মধ্যে প্রথম দুইটি কার্ড নিজের হাতে তুলে দেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। যার মধ্যে একটি ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ও আরেকটি ছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। যা সহজেই নজর কাড়ে দলের সমর্থকদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে কবে থেকে তা সংগ্রহ করতে পারবেন দলের সাধারণ সমর্থকরা? সেক্ষেত্রে ক্লাবের তরফ থেকে জানানো হয় যে আগামী ১লা জানুয়ারী থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন বাগান সমর্থকরা।

এখন সেই অপেক্ষায় রয়েছেন সকলে। অন্যদিকে, আইএসএলের গত ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও এবার গোয়া ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বধ্য পরিকর কলকাতার এই প্রধান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন