Transfer News: আলবার্তো কুইলেসকে প্রস্তাব পাঠাল মোহন বাগান

Alberto Quiles

Transfer News: আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে শক্তিশালী দল গঠনে মরিয়া প্রত্যেকটি ক্লাব। তবে যতই সময় এগোচ্ছে দলবদলের বাজারে প্রভাব ফেলে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কয়েকদিন আগেই নন্দকুমার শেখর কে তিন বছরের জন্য সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল শিবির।

Advertisements

Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে কতটা সফল হবেন কামিন্স? পূর্বাভাস দিলেন কাটলাক

অন্যদিকে আকাশ মিশ্রা মোহনবাগানের হাতছাড়া হলেও মুম্বাই সিটি এফসি থেকে অনিরুদ্ধ থাপা কে ছিনিয়ে নিয়েছে মোহনবাগান। সেইসাথে রয়েছে অজি বিশ্বকাপার কে দলে টানার মতো চমক। আগামী তিন মরশুমের জন্য নাকি জেসন কামিন্স কে দলে টেনেছে মোহনবাগান। তবে এখানেই শেষ নয়।

Mohun Bagan: বাগানে চূড়ান্ত অনিরুদ্ধ থাপা, কত বছরের জন্য আসছেন এই তারকা?

Advertisements

এবার নাকি স্প্যানিশ ফুটবলার আলবার্তো কুইলেসকে দলে টানার পরিকল্পনা নিয়েছে মোহনবাগান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে তিনি দেপোর্তিভো লা করোনার হয়ে ফরোয়ার্ড হিসেবে খেললেও আসন্ন মরশুমে তাকে আনতে চাইছে কলকাতার এই প্রধান। সেইমতো তার সাথে কথাবার্তা নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন ফুটবল মরশুমে মোহনবাগান সুপারজায়ান্টস দলে খেলতে আসতে ও নাকি যথেষ্ট আগ্ৰহী এই তারকা ফুটবলার। তাই সব ঠিকঠাক থাকলে কলকাতায় দেখা মিলতেই পারে এই তারকার।

East Bengal: চেন্নাইয়ের পথে পাড়ি দিলেন ইস্টবেঙ্গলের বাতিল ফুটবলার

শেষ মরশুমে দেপোর্তিভো দলের হয়ে খেললেও পূর্বে সেল্টাভিগো ও কর্ডোবার মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। ফরোয়ার্ডের পাশাপাশি রাইট উইঙ্গার হিসেবে যথেষ্ট দক্ষ বছর ২৮ এই ফুটবলার। তিনি আসলে কোচ হুয়ান ফেরেন্দোর দলের আক্রমণ ভাগের যে শক্তি অনেকাংশেই বাড়বে তা কিন্তু বলাই চলে।