ফুটবলের পর ক্রিকেটের মাঠেই দাপট দেখাচ্ছে মোহনবাগান (Mohun Bagan)। এরিয়ান ক্লাবের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে মোহনবাগান। এই জয়ের সুবাদে CAB Women’s Club Cricket League T20 লিগ পয়েন টেবিলের শীর্ষে রইল সবুজ মেরুন ব্রিগেড। চার ম্যাচে ৬ ম্যাচ পেয়েছে মোহনবাগান।
Mohun Bagan: মোহনবাগানে পরপর দু’দিন এল পরাজয় সংবাদ
এরিয়ান ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে মোহনবাগান। প্রথমে ব্যাট করে এরিয়ান ক্লাব ২০ ওভারে মাত্র ৯৫/৬ সংগ্রহ করেছিল। মোহনবাগানের হয়ে ২ উইকেট নেন রূপাল তিওয়ারি। জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান ১৯.৩ ওভারে ৯৬/৪ স্কোর করে। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রূপাল তিওয়ারি। ৪ ওভার বল করে নিয়েছেন জোড়া উইকেট, দিয়েছেন মাত্র ৭ রান। একটি মেডেন ওভারও নিয়েছেন রূপাল।
মোহনবাগানকে চাপে ফেলে দিয়েছিলেন এরিয়ান ক্লাবের পায়েল। দুই উইকেট নিয়ে নিজের দলকে রেখেছিলেন পুরো পয়েন্ট পাওয়ার দৌড়ে। শেষ পর্যন্ত বাজিমাত করে মোহনবাগান। ৬ উইকেটে জিতে নেয় ম্যাচ।
@Mohun_Bagan Women’s Cricket Team won by 6 wickets against Aryan Club in CAB Women’s Club Cricket League 2024. Mohun Bagan stayed at the First Place with 6 points from 4 Games. 💚♥️#t20 #womenscricket #tournament #cab #mohunbagan #marinersarena #joymohunbagan pic.twitter.com/L1K2T8K94l
— Mariners’ Arena (@ArenaMariners) May 16, 2024
জেমি ম্যাকলারেনের পর Melbourne City FC ছাড়ছেন আরো ৫ ফুটবলার
অন্য দিকে মহামেডান স্পোর্টিং ক্লাবও জয়লাভ করেছে। অন্দিপ্তা পাত্র (৩-১৬) ও অদ্রিজা সরকার (২-১২)-এর পারফরম্যান্সের সুবাদে মহামেডান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে হারিয়েছে টাউন ক্লাবকে। প্রথমে ব্যাট করে টাউন ক্লাব ২০ ওভারে ১১১/৯ সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে মহামেডান স্পোর্টিং ক্লাব ১৯.৫ ওভারে ১১২/৫ স্কোর তুলে নেয়। মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাব জয় পেলেও জিততে পারেনি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে ৪৬ রানে হারিয়েছে বরিশা স্পোর্টিং ক্লাব।