Melbourne City FC ছাড়ছেন আরো ৫ ফুটবলার। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পাঁচ ফুটবলারের বিদায় সংবাদ। জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) ক্লাব ছাড়ার খবর আগেই সাড়া ফেলেছিলেন। আরো পাঁচজনের সঙ্গে শেষ হচ্ছে ক্লাবের চুক্তির মেয়াদ।
Mohun Bagan: মোহনবাগানে পরপর দু’দিন এল পরাজয় সংবাদ
মেলবর্ন সিটি এফসির পক্ষ থেকে জানানো হয়েছে, উইঙ্গার মারিন জাকোলিস (৩৪ ম্যাচ ও ৩ গোল) ও লিও নাটেল (২৯ ম্যাচ ও ৬ গোল) মরসুম শেষে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিলে তাঁদের মূল ক্লাবে ফিরবেন। টেরি অ্যান্টোনিস (২৮ ম্যাচ ও ৫ গোল) ও জর্ডন হল (১৫ ম্যাচ) দুজনেই এক বছরের চুক্তি শেষে ক্লাবকে বিদায় জানাতে চলেছেন। ভিসেন্তে ফার্নান্দেজ (১২ ম্যাচ)-ও স্বল্পমেয়াদী চুক্তি শেষ হওয়ার পরে ক্লাব ছাড়তে চলেছেন।
ভারতীয় ফুটবলে এখন অস্ট্রেলিয়ান ফুটবলারদের রমরমা। গত মরসুমে জেসন কামিন্সকে সই করিয়ে চমক দিয়েছিল ক্লাব। দিমিত্রি পেত্রাতস মোহনবাগান সমর্থকদের কাছে ইতিমধ্যে পেতে শুরু করেছেন কিংবদন্তির তকমা। সম্প্রতি জেমি ম্যাকলারেনকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল ভারতীয় ফুটবলের দল বদল সংক্রান্ত জল্পনা। আগামী মরসুমেও তিনিও যুক্ত হতে পারেন ভারতীয় ফুটবলের সঙ্গে। খেলতে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সি পরে।
🤩 It’s a first @aleaguemen goal for Marin Jakolis!#MCYvCCM | 🎥 @10FootballAU pic.twitter.com/eCXM20MiSe
— Melbourne City FC (@MelbourneCity) December 17, 2023
জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরেই তুমুল জল্পনা চলছে। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছেন তিনি। যোগ দেবেন নতুন কোনো ক্লাবে। কোন ক্লাবে? সেটাই প্রশ্ন। জেমিকে দলে নেওয়ার ব্যাপারে একাধিক ক্লাব আগ্রহী। মোহনবাগান সুপার জায়ান্টে তিনি খেলতে পারেন বলে শোনা যাচ্ছে।
Happy Retirement Legend: ভারতের হয়ে এই দিন শেষ ম্যাচ খেলবেন সুনীল
জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট অন্যতম ফেভারিট। পেশাদারিত্বের ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা। হেক্টর ইয়ুস্তে, জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের দলে নেওয়ার সময়েও চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। জেমি মোহনবাগান সুপার জায়ান্টে প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আর্মান্দো সাদিকুর জায়গায় তাঁকে দলে নিতে পারে ক্লাব।