Mohun Bagan: ডেভেলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ডে কাদের সঙ্গে খেলবে বাগান?

Mohun Bagan Development LeagueMohun Bagan Development League

গত বছর ডেভেলপমেন্ট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি মোহনবাগান (Mohun Bagan )। তবে এই মরশুমে সেই আফশোস মিটিয়ে দিয়েছেন সুহেলরা। কয়েকদিন আগেই বারাকপুর স্টেডিয়ামে ৫-১ গোলে তারা পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। সুহেল ভাট থেকে শুরু করে ফারদিন আলি মোল্লা সহ টাইসনের মতো ফুটবলারদের পা থেকে এসেছিল গোল।

অন্যদিকে, একটি মাত্র গোল করেন আমন সিকে। পাঁচ গোলের এই জয় নিঃসন্দেহে বড়সড় পাওনা দলের জুনিয়র ফুটবলারদের কাছে। তবে সেখানেই শেষ নয়। আগামীকাল ফের বারাকপুর স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মুখোমুখি হবে বাস্তব রায়ের ছেলেরা।

   

এখন সেদিকেই তাকিয়ে সবাই। তবে শুধু ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব নয় ডেভেলপমেন্ট লিগের ইস্টজোনের পরবর্তী রাউন্ডে আরো দুইটি ফুটবল ক্লাবের মুখোমুখি হতে হবে তাদের। তাদের মধ্যে রয়েছে আইএসএলের দল জামশেদপুর এফসি এবং এই টুর্নামেন্টের নতুন দল অ্যাডামস ইউনাইটেডের বিপক্ষে। আগামীকালের ম্যাচের পর ২৭ তারিখ রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে খেলতে নামবে সবুজ-মেরুনের ছোটরা। মাঝে কয়েকটা দিন বিশ্রামের পর ফের ম্যাচ অ্যাডামস ইউনাইটেডের বিপক্ষে। আগামী ২৯ মার্চ দুপুরে যেটি আয়োজিত হবে সেই রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে।

উল্লেখ্য, এবারের এই লিগের শুরুতে কিছুটা হোঁচট খেতে হলেও পরবর্তীতে নিজেদের ছন্দে ফেরে মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ধারা বজায় রেখেই এবার এগোনোর পরিকল্পনা রয়েছে বাস্তব রায়ের। তবে এবার ডার্বিতে বদলা নেওয়ার ভাবনা রয়েছে লাল-হলুদ কোচ বিনো জর্জের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন