KKR vs SRH Live Score, IPL 2024: ইডেন গার্ডেন্সে প্রমাণিত হল বাংলা প্রবাদ- পুরনো চাল ভাতে বাড়ে।
আন্দ্রে রাসেল, সুনীল নারিনকে সহ্য করতে হয়েছিল প্রবল সমালোচনা। কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের একাংশ খরচের খাতায় লিখে দিয়েছিলেন এই দুই ক্যারিবিয়ানের। আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ দলের প্রথম ম্যাচে ভরসার দাম দিলেন রাসেল, নারিন। পরাজিত সানরাইজার্স হায়দরাবাদ। হর্ষিত রানাও ভরসার মর্যাদা দিয়েছেন। ম্যাচের সবথেকে উত্তেজক মুহূর্তে তুলে নিলেন নিজের তৃতীয় উইকেট।
প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৮/৭ তোলে কলকাতা নাইট রাইডার্স। ওপেনার ফিল সল্ট (৪০ বলে ৫৪ রান) ছাড়া দলের টপ ব্যর্থ। কোনো রান না করে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক শ্রেয়স আইয়ার। সল্ট ছাড়া কেকেআর-এর চারজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান না করে আউট হয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সকে বড় রানের দিকে নিয়ে যায় দলের লোয়ার মিডল অর্ডার। রমনদীপ সিং (১৭ বলে ৩৫ রান, ১টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি), রিঙ্কু সিং (১৫ বলে ২৩ রান, ৩ টি বাউন্ডারি), আন্দ্রে রাসেল (২৫ বলে ৬৪ রান, ৩ টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি) রান তোলেন ঝড়ের গতিতে।
Starting the season with a win at home! ✅ pic.twitter.com/1cgaWWPrvH
— KolkataKnightRiders (@KKRiders) March 23, 2024
নিরাশ করলেন মিচেল স্টার্ক। প্রায় ২৫ কোটি টাকা দাম পাওয়া অস্ট্রেলিয়ান পেসার চার ওভারে কোনো উইকেট না নিয়ে দিয়েছেন ৫৩ রান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে লড়াই চালিয়ে যান হেনরিক ক্লাসেন। করলেন ৬৩ রান। শেষ ওভারে ম্যাচের পাল্লা অনেকটা ঝুঁকেছিল সানরাইজার্স হায়দরাবাদের দিকে। ক্লাসেনকে আউট করে নাইটদের জয় এনে দেন রানা। তিন উইকেট নিয়েছেন এদিনের ম্যাচে। রাসেল নিয়েছেন দুই উইকেট। সুনীল নারিন চার ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান, একটি উইকেট নিয়েছেন। ৪ রানের ব্যবধানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স।