Juan Ferrando: সুপার কাপের পর ভাগ্য নির্ধারণ হবে বাগান কোচের

গত ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। একের পর এক শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার এই প্রধান। যার…

Juan Ferrando

গত ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। একের পর এক শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার এই প্রধান। যার অন্যতম কেন্দ্রে ছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)।

তাই সবদিক মাথায় রেখেই এই নয়া মরশুম শুরু করেছিল বাগান ব্রিগেড। প্রথমদিকে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ডুরান্ড চ্যাম্পিয়ন ও হয়েছিল দল। তবে পরবর্তীতে অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ থেকে যেন ছন্দ হারাতে শুরু করে ময়দানের এই প্রধান। সেইসাথে এএফসি কাপ। গতবছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে দল পৌঁছলে ও এবছর অধিক শক্তিশালী দল নিয়ে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

একেবারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে তাদের। একটা সময় তাদের গ্রুপের সকলের রাতের ঘুম উড়িয়ে দিলেও পরবর্তীতে কিনা সকলের আগেই ছিটকে যেতে হয়েছে সবুজ-মেরুন দলকে। সেটাও আবার অধিক শক্তিশালী ফুটবল দল নিয়ে। যা কিছুতেই মেনে নিতে পারেননি বাগান সমর্থকরা। তার উপর গত কয়েক ম্যাচ ধরে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে একেবারে ছন্দে নেই মোহনবাগান। ওডিশা ম্যাচে আর্মান্দো সাদিকুর গোলে কোনোরকমে মান বাঁচলে ও পরবর্তীকালে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দলের বিপক্ষে একেবারে নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি দেখা দেয় মোহনবাগানের। শেষ ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-৪ গোলে পরাজিত হতে হয়েছে মেরিনার্সদের।

যা দেখে ক্রমশ ধৈর্য্যের বাঁধ ভাঙছে বাগান সমর্থকদের। ম্যাচ শেষে গ্যালারি থেকে অনেকেই স্লোগান তুলে ছিলেন “গো ব্যাক ফেরেন্দো”। যা সহজেই নজর কেড়েছিল সকলের। তাহলে কি এবার বিদায় নিচ্ছেন ফেরেন্দো? যতদূর খবর, এখনো এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রাখছে বাগান ম্যানেজমেন্ট। আসন্ন সুপার কাপ পর্যন্ত তার পারফরম্যান্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।