Mohun Bagan: দেশের কথা ভেবে ঝুঁকি নিচ্ছে মোহনবাগান

ক্লাবের থেকে ঊর্ধ্বে দেশ। তাই মন পুরোপুরি সায় না দিয়েও দলের তারকা ফুটবলারকে রিলিজ করছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দেশের জন্য খেলতে হবে তাকে।

Mohun Bagan Footballers

ক্লাবের থেকে ঊর্ধ্বে দেশ। তাই মন পুরোপুরি সায় না দিয়েও দলের তারকা ফুটবলারকে রিলিজ করছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দেশের জন্য খেলতে হবে তাকে।

কিংস কাপ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল ভারত। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার ঠিক আগে ছিল কিংস কাপের ম্যাচ। টুর্নামেন্টে শুরু হওয়ার আগে কোনো ক্লাবই তাদের ফুটবলারদের চোখের আড়াল করতে চাইবে না। ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ক্লাবের পক্ষ থেকেও অনীহা দেখানো হয়েছিল। পরে অনেক অনুনয় বিনয়ের পরে জাতীয় শিবিরের জন্য খেলোয়াড়দের রিলিজ করেছিল ক্লাব।

কিংস কাপে ভারত ভালো খেলতে পারেনি। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর থেকে পাওয়া যেতে থাকে একের পর এক বিস্ময়কর সংবাদ। দেশে ফেরার টিকিট নিয়ে অব্যবস্থা সহ চোট লুকিয়ে রাখার মতো অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। আশিক কুরুনিয়নের চোট গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে অভিযোগ। ঘটনায় বেজায় চটেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী দিনে জাতীয় শিবিরের জন্য তারা আর ফুটবলার ছাড়বে কি না সে ব্যাপারে দেখা দিয়েছিল সংশয়।

বৃহস্পতিবার রাতে পাওয়া আপডেট অনুযায়ী, জাতীয় শিবিরের জন্য ফুটবলার রিলিজ করছে মোহন বাগান সুপার জায়ান্ট। এক প্রকার অনিচ্ছা সত্বেও রিলিজ করা হচ্ছে কারণ এটা দেশের সম্মানের ব্যাপারে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আসন্ন এশিয়ান গেমসের জন্য লিস্টন কোলাসোকে জাতীয় শিবিরে পাঠাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।