World Cup 2023: ভারতের কাছে ৮-০ হেরে রাগে লাল বাবর দাগলেন তোপ

World Cup 2023: দুই উইকেটে ১৫৫ রান করে এক সময় ভালো অবস্থানে থাকলেও এরপর ৩৬ রানের মধ্যেই আট উইকেট হারায় পাকিস্তান। ৩০.৩ ওভারে জয়ের জন্য…

Babar Azam

World Cup 2023: দুই উইকেটে ১৫৫ রান করে এক সময় ভালো অবস্থানে থাকলেও এরপর ৩৬ রানের মধ্যেই আট উইকেট হারায় পাকিস্তান। ৩০.৩ ওভারে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য অর্জন করে ভারত।

ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে অষ্টম পরাজয়ের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম এবং কিছু ভালো পার্টনারশিপ করেছি। আমরা স্বাভাবিক ক্রিকেট খেলে পার্টনারশিপ গড়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু হঠাৎ উইকেট পতনের কারণে আমরা ইনিংসটি ভালোভাবে শেষ করতে পারিনি।’বাবর আজম আউট হওয়ার পর দলের ইনিংস ভেঙ্গে পড়ে।

“আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের লক্ষ্য ছিল ২৮০-২৯০, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারানো আমাদের পক্ষে ভাল ছিল না। আমরা বড় স্কোর করতে পারিনি। নতুন বল দিয়েও আমরা ভালো করতে পারিনি। রোহিত যেভাবে ব্যাটিং করেছে, সেটা দারুণ ইনিংস ছিল। আমরা উইকেট নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তা হয়নি।”

প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার ইনিংসে ৬টি চার ও ৬টি ছক্কা ছিল। রোহিত শর্মা ছাড়াও শ্রেয়াস আইয়ার করেন ৫৩ রান।