Mohun Bagan vs Maziya: মোহনবাগানের বিপক্ষে নামার আগে কী ভাবছে মাজিয়া?

Maziya FC mohun bagan

শেষ আইএসএল মরশুমে বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সেই জয়ের দরুন অনায়াসেই এএফসি কাপ খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছিল কলকাতার এই প্রধান। তবে সেক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্ব অতিক্রম করে মূল পর্বে স্থান করে নিতে হত তাদের।

Advertisements

তবে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি এই ফুটবল দলের। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্টস। তারপর গত মাসে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল তথা ঢাকা আবাহনী ক্লাবকে ও বড় ব্যবধানে পরাজিত করে ময়দানের এই প্রধান। যারফলে টুর্নামেন্টের মূল পর্বে ও স্থান করে নেয় এই দল।

সেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান দল। কলিঙ্গ স্টেডিয়ামে সেই ম্যাচে ৪ গোলে জয় পেয়েছিল কলকাতার এই প্রধান। যা নিঃসন্দেহে বড় সাফল্য। আগামীকাল, সোমবার নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। একদিকে যেমন আইএসএলে টানা দুইটি ম্যাচে জয় পেয়ে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান ঠিক তেমনভাবে নতুন কোচ আসার পর থেকে ব্যাপক ছন্দে রয়েছে মাজিয়া। এছাড়াও দুই তারকা ফুটবলারদের উপর ভরসা রেখেই আগামীকাল মাঠে নামতে চাইবে এই ফুটবল দল।

Advertisements

উল্লেখ্য, গত ম্যাচে বসুন্ধরা কিংস দলকে বড়সড় ব্যবধানে পরাজিত করেছে মাজিয়া। আসলে মালদ্বীপের জাতীয় দলের হয়ে খেলা একাধিক ফুটবলার বর্তমানে রয়েছে এই দলে। এছাড়াও বসনিয়ান কোচ মিলোমির সেসলিজার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন করে জেগে উঠেছে এই ক্লাব। জাপানি তারকা তোমোকি ওয়াদা মাঝমাঠের দায়িত্ব গ্রহণ করার পর থেকে যথেষ্ট শক্তিশালী হয়েছে এই দল। পাশাপাশি এই দলে রয়েছে মালদ্বীপ কাপানো ফরোয়ার্ড ইব্রাহিম মাসুদি। যে কেনো সময় অঘটন ঘটিয়ে দিতে সক্ষম এই তারকা।

এছাড়াও দলে আছেন সার্বিয়ান ফরোয়ার্ড ভাজিসলা ভালানাভোভিচ। গত কয়েকদিন আগেই এই দলে যোগদান করেছেন তিনি। যিনি মাঝমাঠে পার্থক্য করে দিতে পারেন যেকোনো সময়। এছাড়াও ক্রোট ডিফেন্ডার সাবিস্টিয়ান ও থাকছেন আগামীকাল। যারফলে, বাগান ফরোয়ার্ডে যে বাড়তি চাপ আসবে তা কিন্তু বলাই চলে। আজ যুবভারতী স্টেডিয়ামে নিজেদের শেষ অনুশীলন সম্পন্ন করে আগামীকাল খেলতে নামবে মাজিয়া ফুটবল দল।