Mohun Bagan: নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এবার জয় ছিনিয়ে নিল বাগান

ফের জয়ের সরনীতে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। এবার জয় আসল পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-১ গোল। বাগানের…

Subhasish Bose

ফের জয়ের সরনীতে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। এবার জয় আসল পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-১ গোল। বাগানের জার্সিতে আজ গোল পান যথাক্রমে দীপক টাংড়ি, জেসন কামিন্স ও শুভাশিস বসু।

আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা

   

এএফসি কাপের পর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। সেই ম্যাচে কোনোরকমে হার বাঁচিয়েছিল ময়দানের এই প্রধান। সেবার কলিঙ্গ স্টেডিয়ামে পিছিয়ে থেকেও জোড়া গোল করেছিল দল। যার অন্যতম নায়ক ছিলেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। বলা যায় তার গোলেই মান বাঁচিয়েছিল এই ফুটবল দল। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে নাখুশ ছিল সকলেই। অবশেষে ফের এলো জয়। এক কথায় বলতে গেলে আসল বদলার লড়াইয়ে জয়।

আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’

উল্লেখ্য, গত ফুটবল সিজনে এই দলের বিপক্ষেই তিন পয়েন্ট খুইয়ে এসেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিয়ে হতাশ ছিল সকলেই। তখন থেকেই বদলার লড়াইয়ে ফুঁসছিল সকলে। অবশেষে আজ আসল সেই দিন। আজ অ্যাওয়ে ম্যাচে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট ছিনিয়ে নিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যার দরুণ পয়েন্ট টেবিলে যথেষ্ট শক্তিশালী জায়গা দখল করে নিল পালতোলা নৌকা ব্রিগেড। এই জয়ের ফলে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরেই থাকল কলকাতা ময়দানের এই প্রধান। যা দেখে খুশি সকলেই। এবার এই ফুটবল টুর্নামেন্ট জয়ের পাশাপাশি লিগ শিল্ড জেতাই অন্যতম লক্ষ্য তাদের।

তবে আজ ম্যাচের শুরুর দিকে কেপি সিং গোল করে বাগান ব্রিগেডকে এগিয়ে দিলেও তা পরবর্তীতে ধরে রাখা সম্ভব হয়নি এই ফুটবল দলের পক্ষে। সুযোগ বুঝেই ১৪ মিনিটের মাথায় দীপক টাংড়ির করা গোলে সমতা ফেরায় মোহনবাগান। তারপর থেকে একেবারে অন্য ছন্দে ধরা দেয় দল। তারপর ২৮ মিনিটের মাথায় অজি তারকা জেসন কামিন্সের গোল। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষে এই ব্যবধান ধরে রাখে শুভাশিস ব্রিগেড। তবে পরবর্তীতে ও আক্রমন করতে ছাড়েনি মেরিনার্সরা। যারফলে, নিজেদের ঘরের মাঠেই কোনঠাসা হয়ে পড়ে নর্থইস্ট। ৭১ মিনিটের মাথায় বাগান অধিনায়ক শুভাশিস বসু গোল করতেই ম্যাচ পকেটে চলে আসে ফেরেন্দোর।