Mohun Bagan: দিমির গোলে গোয়া বধ বাগানের, তিন নম্বরে সবুজ-মেরুন

ফের পুরনো ছন্দে মোহনবাগান (Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে…

Dimitri Petratos

ফের পুরনো ছন্দে মোহনবাগান (Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল কলকাতার এই প্রধান। বাগানের হয়ে একটি মাত্র গোল করেন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।

ডার্বি ম্যাচের পর এই তারকা ফুটবলারের কাঁধে ভর করেই জয়ের ধারা বজায় রাখল গতবারের আইএসএল জয়ীরা। যার দরুন আইএসএল পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসলো হাবাসের ছেলেরা। এফসি গোয়ার থেকে আর মাত্র দু পয়েন্ট পিছিয়ে কামিন্সরা। তবে আজকের এই জয়, পরবর্তীতে দলকে যে আরো আত্মবিশ্বাস জোগাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ‌

বলাবাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই হাটাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল দুই দলের ফুটবলারদের মধ্যে। একাধিকবার বলে সুযোগ আসলেও তা সঠিকভাবে ফিনিশ করা সম্ভব হচ্ছিল না কারুর পক্ষেই। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য ছিল খেলার ফলাফল। তবে দ্বিতীয়ার্ধ থেকেই বাড়তি চাপ বাড়াতে তৎপর ছিল মোহনবাগান। সেই মতো আক্রমণ প্রতি আক্রমণে উঠে আসতে থাকে ফুটবলাররা।

ম্যাচের ঠিক ৭৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রি। তারপর বেশ কিছুটা চাপে পড়ে যায় এফসি গোয়া। তাদের তরফ থেকে গোল শোধ করার জন্য মরিয়া চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফলতা পায়নি।

অন্যদিকে, বাইরের মাঠ থেকে ৩ পয়েন্ট উঠে আসায় যথেষ্ট খুশি বাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবার নিজেদের এই ছন্দই ধরে রাখতে চান সকলে।