East Bengal: ডার্বিতে খেলতে পারবেন না লাল-হলুদের এই আরেক ফুটবলার, জানুন

হাতে মাত্র কিছু ঘন্টা। তারপরেই রবিবারের হাইভোল্টেজ ম্যাচ।‌ একদিকে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব অন্যদিকে মোহনবাগান সুপারজায়ান্টস। পরিসংখ্যান অনুযায়ী দেখলে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে…

footballer Mandar Rao Desai

হাতে মাত্র কিছু ঘন্টা। তারপরেই রবিবারের হাইভোল্টেজ ম্যাচ।‌ একদিকে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব অন্যদিকে মোহনবাগান সুপারজায়ান্টস। পরিসংখ্যান অনুযায়ী দেখলে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে জয়ের দেখা পায়নি মশাল ব্রিগেড।‌ কিন্তু এই প্রথম লেগের ম্যাচ ছাড়া পূর্বে যতবার মোহনবাগান মুখোমুখি হয়েছে, সহজ ভাবেই জয় পেয়েছে।‌ তাই এবার হোম ম্যাচ জেতাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের।

উল্লেখ্য, এই ম্যাচে জয় পেলেই বাকিদের পেছনে ফেলে পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে চলে আসবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। আবার এই ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে তাহলে আইএসএলের শীর্ষে চলে আসবে তারা। যারফলে পরবর্তীতে লিগশিল্ড জয়ের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা পাবে।

সেইমতো গত কয়েকদিন ধরে অনুশীলন চালিয়েছে দুই প্রধান। ডার্বি জয় করাই এখন অন্যতম লক্ষ্য সকলের। তবে এই ম্যাট খেলার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় পড়তে পারে মশার ব্রিগেড। আসলে এমন হাই ভোল্টেজ ম্যাচে মাঠে পাওয়া যাবে না একাধিক দাপুটে ফুটবলারকে। পূর্বেই জানানো হয়েছে রাওকিপের কথা।

তবে তিনি একা নন যতদূর জানা গিয়েছে, এই ডার্বি ম্যাচে পাওয়া যাবে না দলের অন্যতম দাপুটে ডিফেন্ডার মান্দার রাও দেশাইকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে গত কয়েকদিন ধরে দলের সঙ্গে কঠোরভাবে অনুশীলন করলেও ম্যাচের ঠিক একদিন আগে অনুশীলন করতে গিয়ে হাল্কা চোট পান তিনি। তারপর ম্যাচের আগের দিন আর সেভাবে অনুশীলন করতে দেখা যায়নি এই ফুটবলারকে।

তাই এই ফুটবল ম্যাচে দল যে তাকে পাবেনা তা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, বহুদিন পর নিজের চোট সমস্যা কাটিয়ে দলে ফিরতে পারেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। মাঝ মাঠের দখল নিতে এখন তার দিকেই নজর সকলের। সাউল প্রথম একাদশে থাকলে যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।