Mohun Bagan SG: জামশেদপুর দলকে হারিয়ে এবার নয়া রেকর্ড বাগানবাহিনীর

১লা নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ( ISL) অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiant )। প্রথমদিকে, ম্যাচের সাত মিনিটের…

Mohun Bagan Supergiant Creates History

১লা নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ( ISL) অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiant )। প্রথমদিকে, ম্যাচের সাত মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের ফুটবলার শানানের করা গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। যা দেখে প্রথমদিকে কিছুটা হলেও হতাশ ছিল সকলে।

তবে ম্যাচে ফিরে আসতে খুব একটা সময় নেয়নি মোহনবাগান। মাত্র উনত্রিশ মিনিটের মাথায় গোল করে বাগান দলকে সমতায় ফেরান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। যারফলে, সমান সমান হয়ে যায় ফলাফল। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে মোহনবাগান আইএসএল জয় করলেও একজন দক্ষ স্ট্রাইকারের অভাব ছিল শুরু থেকেই। তাই সেই সমস্যার সমাধানের জন্যই এই নয়া মরশুমে অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও ইউরোপা লিগ খেলা আলবেনিয়ান তারকা তথা আর্মান্দো সাদিকুকে। ডুরান্ড কাপের পর থেকে এএফসি কাপ হোক কিংবা আইএসএল সব ক্ষেত্রেই এখনো যথেষ্ট সফল থেকেছেন কামিন্স। কিন্তু নিজের ছন্দে ছিলেন না সাদিকু। যা নিয়ে চিন্তা ছিল সকলের মধ্যে।

   

এসবের মাঝেই আজ গোল করে দলকে সমতায় আনেন সাদিকু। যা দেখে খুশি সকলেই। প্রথমার্ধের শেষে বজায় থাকে সেই ১-১ গোলের ফলাফল। তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে ফের আক্রমণ বাড়াতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। ফল ও মেলে হাতেনাতে। ম্যাচের ঠিক পঞ্চাশ মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন সবুজ-মেরুনের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো। তবে পাল্টা আক্রমণ করা থেকে পিছু হটেনি জামশেদপুর ফুটবল দল।

তার সুযোগ নিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে ঘনঘন আক্রমণ করে কার্যত নাস্তানাবুদ করতে থাকে বাগান ফুটবলাররা। যা সামাল দিতে গিয়ে লাল কার্ড দেখতে হয় জামশেদপুর দলের এক তারকা ফুটবলারকে। ম্যাচের শেষের দিকে দশ জনের দল হয়ে গেলেও রক্ষনভাগ শক্তিশালী করে রাখার পরিকল্পনা নেয় স্কট কুপারের ছেলেরা।

তবুও সুযোগ বুঝে গোল করে যান কিয়ান নাসিরি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জামশেদপুর দল ব্যবধান কমাতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। জয় পেয়ে যায় কলকাতার এই প্রধান। যারফলে, এবার এক নয়া রেকর্ড তৈরি করে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে টানা ৪ ম্যাচ অপরাজিত থাকে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যা দেখে খুশি সকলেই। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই সবচেয়ে কম গোল হজম করার রেকর্ড করেছিল সবুজ-মেরুন দল। এবার এক নয়া পালক তাদের মুকুটে।