AFC Cup: যুবভারতী জুড়ে দাপিয়ে বেরালো সবুজ-মেরুন দৈত্য

মঙ্গলবার ঢাকা আবাহনীকে ৩-১ গোল হারিয়ে AFC গ্রুপ (AFC Cup) স্টেজে চলে গেল মোহন বাগান সুপার জায়ান্ট। গোল করলেন দুই বিদেশি জেসন কামিন্স ও আর্মান্ডো সাদিকু।

MB SG Joy Mohun Bagan

যুবভারতী ক্রীড়াঙ্গনে দাপট দেখালো মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants )। এক গোল পিছিয়ে পড়ার পর গোটা মাঠ জুড়ে সবুজ মেরুন ঝড়। মঙ্গলবার ঢাকা আবাহনীকে ৩-১ গোল হারিয়ে AFC গ্রুপ (AFC Cup) স্টেজে চলে গেল মোহন বাগান সুপার জায়ান্ট। গোল করলেন দুই বিদেশি জেসন কামিন্স ও আর্মান্ডো সাদিকু।

বিশাল কাইথের ভুলে গোল করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী। গোল করেছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ম্যাচে এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী দেখিয়েছিল ওপার বাংলার দলটিকে। তবে সেটা খুব বেশিক্ষণের জন্য নয়। বলের দখল নিজেদের কাছে রাখতে শুরু করে মোহন বাগান সুপার জায়ান্ট। ধীরে ধীরে মাঝমাঠের দখল চলে যায় সবুজ মেরুন ফুটবলারদের কাছে।

এদিনের ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্টের একাধিক ফুটবলার নজর কেড়েছেন। প্রথম একাদশে দুই বিদেশি দিমি পেত্রতস, ব্র্যান্ডন হামিল না থাকলেও সমস্যায় পড়তে হয়নি বাগানকে। মাঝমাঠের দখল নেওয়ার পর প্রতিপক্ষকে কোণঠাসা করে সুপার জায়ান্ট। গোল করার মতো জায়গায় চলে যাচ্ছিলেন কামিন্স। চাপের মুখে ভুল করতে দেরি করেনি ঢাকা আবাহনীর ফুটবলাররা। নিজেদের বক্সে লিস্টন কোলাসোকে ফাউল করে বসে তারা। পেনাল্টি থেকে জেসন কামিন্সের গোল, স্কোরলাইন ১-১।

মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণের বেগ আরও বাড়ল বিরতির পর। হুগো বুমোস, জেসন কামিন্স, আর্মান্ডো সাদিকু, লিস্টন কোলাসো, একটু পিছন থেকে অনিরুধ থাপারা একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন আবাহনীর রক্ষণভাগে। মোহনবাগানের দ্বিতীয় গোলটা দেখার মতো। টুর্নামেন্টের অন্যতম সেরা মুভমেন্ট বলে আখ্যায়িত করলেন ধারাভাষ্যকার।  সাদিকুর ওয়ান টাচ পাস বুঝিয়ে দিল তাকে কেন বড় ফুটবলার বলা হচ্ছে। ম্যাচে সাদিকু, কামিন্স, হুগোর কম্বিনেশন একাধিকবার চোখে পড়েছে। আবাহনী ডিফেন্ডারের ভুলে দ্বিতীয় গোল পেয়ে যায় মোহন বাগান সুপার জায়ান্ট। আত্মঘাতী গোল। তৃতীয় গোলটি করলেন সাদিকু নিজে। দ্রুত শুরু করা মুভমেন্ট থেকে গোল করেছেন তিনি।

ঢাকা আবাহনীর বিরুদ্ধে জয়ের সুবাদে AFC প্রতিযোগিতার মূল পর্বে ঢুকে পড়ল বাগান। এবার তাদের খেলতে হবে ওড়িশা এফসি, বসুন্ধরা কিংস, মেজিয়ার মতো দলের বিরুদ্ধে।