ডার্বি ম্যাচের আগে কি বলছেন হাবাস? জেনেনিন

হাতে মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই ফের কলকাতা ডার্বি। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। বলতে গেলে এই ম্যাচ দিয়েই নিজেদের দ্বিতীয় লেগ…

Antonio Lopez Habas

হাতে মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই ফের কলকাতা ডার্বি। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। বলতে গেলে এই ম্যাচ দিয়েই নিজেদের দ্বিতীয় লেগ শুরু করবে কলকাতা ময়দানের দুই প্রধান।আইএসএল মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও ধীরে ধীরে নিজেদেরকে লড়াকু পর্যায় নিয়ে আসে ইস্টবেঙ্গল। অন্যদিকে, শুরু থেকেই অনবদ্য ছন্দে ছিল পড়শী ক্লাব। পাঞ্জাব হোক কিংবা জামশেদপুর। একের পর এক ম্যাচে শুধুই জয় এসেছে মেরিনার্সদের‌। যারফলে, একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছিল মেরিনার্সরা। কিন্তু আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বদলে গিয়েছে সমস্ত কিছু। একের পর এক ম্যাচে পরাজিত হতে থাকে মোহনবাগান।

সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। বর্তমানে দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে দেওয়া হয় দলের দায়িত্ব। বলতে গেলে, তার তত্ত্ববধানেই টুর্নামেন্টের এই দ্বিতীয় লেগ থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মোহনবাগান। সেই সঙ্গে রয়েছে বদলার লড়াই। শেষ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে কার্যত তুলধনা হতে হয়েছে সবুজ-মেরুনকে। তবে এবার এই ম্যাচ জিতেই মাঠ ছাড়তে চাইছেন শুভাশিসরা। অর্থাৎ এবারে কেউ যে কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না তা কিন্তু বলাই যায়। ঠিক তেমনি ইঙ্গিত দিয়েছেন বাগান অধিনায়ক শুভাশিস বোস। অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা।

   

তবে আজকের ম্যাচে বাগান ফুটবলারদের যে দাপট থাকবে তা নিয়ে আশাবাদী হাবাস। সেইসাথে ভাগ্য বলে যে কোনো কিছু হয়না সেটাও পরিষ্কার বোঝা যায় তার কথায়। ম্যাচের ঘন্টাকয়েক আগে তিনি বলেন, ভাগ্য নয় সাফল্যেই বিশ্বাসী আমি। ভাগ্যের জোরে কখনো এমন ম্যাচ জেতা সম্ভব নয়। ভালো খেলেই আজ জয় ছিনিয়ে নেবে আমাদের ছেলেরা।