চলতি ডুরান্ড কাপে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ অগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তারা খেলতে নামবে। ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ম্যাচের বেশ কিছু কমপ্লিমেন্টরি টিকিট সমর্থকদের দেওয়া হবে। তবে রয়েছে কিছু বিশেষ শর্তও। কীভাবে আপনি পাবেন এই টিকিট? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।
লক্ষ্য কোয়ার্টার ফাইনাল, কখন-কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম ডাউনটাউন ম্যাচ?
বৃহস্পতিবার বিকেল চারটে থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই ম্যাচের বেশ কিছু কমপ্লিমেন্টরি টিকিট বুধবার (৭ অগস্ট) দেওয়া হবে। তবে যাঁদের কাছে ২০২৩-২৪ মরশুমের জন্য সদস্যপদের কার্ড রয়েছে, তাঁরাই একমাত্র এই টিকিট পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে এই টিকিট বিতরণ করা হবে। টিকিট শেষ হয়ে গেলে আর কাউকে নতুন করে দেওয়া হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের কাছে পুরনো মেম্বারশিপ কার্ড রয়েছে, তাঁদের এই টিকিট দেওয়া হবে না। সবথেকে বড় কথা, একটা মেম্বারশিপ কার্ডে একটাই টিকিট দেওয়া হবে।
Notice pic.twitter.com/nnl4SFutRb
— Mohun Bagan (@Mohun_Bagan) August 6, 2024
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট গত ২৭ মে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ১-০ গোলে সবুজ-মেরুন ব্রিগেড জয়লাভ করেছিল। বাগানের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন সুহেল। যদি ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে আগামীকাল মোহনবাগান জয়লাভ করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে। এরপর আগামী ১৮ অগস্ট ডার্বি ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই পরিস্থিতিতে লক্ষ্মীবারের ম্যাচে যদি মোহনবাগান জয়লাভ করে, তাহলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।