AFC Cup: কার্যত একটা দেশের বিরুদ্ধে খেলবে মোহনবাগান

mohun bagan

২০২৩ সালের ১৬ আগস্ট এএফসি কাপ ২০২৩ (AFC Cup) বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডে নিশ্চিত হল মোহনবাগান সুপারজায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ। আগামী ৮ আগস্ট এএফসি কাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডের ম্যাচে পারো এফসিকে হারানোর পর নেপালের জায়ান্ট মাছিন্দ্র এফসির বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান। নেপালের এই মাছিন্দ্র এফসিতে তারকা ফুটবলারের ছড়াছড়ি। জাতীয় দলের অধিকাংশ ফুটবলার রয়েছেন নেপালের এই ক্লাবে। ফুটবল প্রেমীদের অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে কার্যত একটা দেশের বিরুদ্ধে খেলতে হবে মোহন বাগান সুপার জায়ান্টকে।

ম্যাচের সপ্তম মিনিটে পারো এফসি তারকা কুজুও হোনমা তাদের লিড এনে দিলে মাচিন্দ্রা খেলায় পিছিয়ে পড়েছিল। যদিও নেপালের ক্লাবটির পক্ষে ম্যাচ শেষ হয়েছিল ৩-২ ব্যবধানে। খেলা হয়েছিল হাড্ডাহাড্ডি। পিছিয়ে পড়ার পর আক্রমণে ঝড় তুলেছিল মাছিন্দ্র এফসি। ২০১৮ সালে মোহনবাগানে অল্প সময়ের জন্য যোগ দেওয়া বিমল ঘারতি মাগার ১২ তম মিনিটে সমতা সূচক গোলটি করেন। এর তিন মিনিট পরে আয়ুশ ঘালান তাদের লিড এনে দেন।

   

৩০ তম মিনিটে নাইজেরীয় ফরোয়ার্ড আফিজ ওলাদিপো ক্লিনিকাল স্ট্রাইকে তৃতীয় গোল করে দলকে চালকের আসনে নিয়ে যান। তবে দ্বিতীয়ার্ধে পারো এফসি পাল্টা লড়াই দিতে শুরু করে। তারাও তুলে নিয়ে আসে বেশ কিছু আক্রমণ। ৭১তম মিনিটে ইভান্স আসাত ব্যবধান কমালেও ম্যাচের ভাগ্য আর বদলায়নি।

এই ফলাফলের পর, নেপাল দল ভারতের স্বাধীনতা দিবসের একদিন পর ১৬ আগস্ট মেরিনারদের মুখোমুখি হতে ভারতে পা রাখবে। ম্যাচটি সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এটি হবে একমাত্র নকআউট ম্যাচ। যদি ম্যাচটির নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয় , তবে অতিরিক্ত সময় এবং সম্ভাব্য পেনাল্টি শুট-আউট নির্ধারণ করবে কে এএফসি কাপ ২০২৩ প্লে অফ বাছাই পর্বে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন