AFC Cup: হায়দরাবাদকে হারিয়ে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে সবুজ-মেরুন

সুপার কাপের হতাশা কাটিয়ে ফের সাফল্যের সরনীতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ কেরালার ইএমএস স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) সঙ্গে এএফসি কাপের (AFC Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল সবুজ-মেরুন।

ATK Mohun Bagan beat Hyderabad FC in next round of AFC Cup

সুপার কাপের হতাশা কাটিয়ে ফের সাফল্যের সরনীতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ কেরালার ইএমএস স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) সঙ্গে এএফসি কাপের (AFC Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল সবুজ-মেরুন।

নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল ১-১ গোল থাকলেও ট্রাইবেকারে গিয়ে ৩-১ গোলে হায়দরাবাদ কে পরাজিত করে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যারফলে এবার এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের যোগ্যতা অর্জন করল কলকাতার এই প্রধান। যা দেখে খুশি আপামর মোহনবাগান জনতা।

পূর্বে আইএসএলের সেমিফাইনালে ও হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। প্রথম লেগে ম্যাচ অমীমাংসিত থাকলেও দ্বিতীয় লেগে ট্রাইবেকারের মাধ্যমে ফয়সালা হয় ম্যাচের। সেখানেও এই একইভাবে ই ম্যাচ জিতেছিল বাগান শিবির। সেই কথা মনে রেখেই আজ চরম আত্মবিশ্বাসের সাথে মাঠে নেমেছিল প্রীতমরা।

ম্যাচের ঠিক ২০ মিনিটের মাথাতেই দিমিত্রি পেত্রাতোসের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। তারপর থেকেই রক্ষনভাগে জমাট সৃষ্টি করার পাশাপাশি প্রতি আক্রমণে উঠে আসতে থাকে হায়দরাবাদ। যারফলে ম্যাচের ঠিক ৩৩ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান হায়দরাবাদের চিয়ানেজ। প্রথমার্ধের শেষের ম্যাচের ফলাফল থাকে ১-১ গোল।

দ্বিতীয়ার্ধে ও একাধিকবার গোলের সুযোগ আসলে ও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুই শিবির। শেষপর্যন্ত ম্যাচ চলে যায় পেনাল্টি শুটআউটে। সেখানেই ফয়সালা হয়ে যায় আজকের ম্যাচ। শুরুটা ভালো করলে ও নিজেদের খেলা ধরে রাখা সম্ভব হয়নি হায়দরাবাদের পক্ষে। শেষ পর্যন্ত প্রীতম-দিমিত্রিদের দাপটে কার্যত খরকুটোর মতো উড়ে যায় মানালো মারকুইজের হায়দরাবাদ। এবার পরবর্তী রাউন্ডের খেলায় নামবে ফেরেন্দো ছেলেরা।