জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সম্পূর্ণ সময় শেষে, ৪-২ গোলে সেই ম্যাচ (Indian Super League) জিতে নিল কলকাতা ময়দানের এই প্রধান। দলের জার্সিতে গোল পেলেন যথাক্রমে লিস্টন কোলাসো, জেসন কামিন্স,দিমিত্রি পেত্রাতোস, ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুইটি গোল করেন টম জুরিক। আজকের এই জয়ের দরুন এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।
আজ ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা জেসন কামিন্স। যারফলে, প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টা আক্রমণ শুরু করে প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলাররা। সেই সুবাদেই ফের সমতায় চলে আসে নর্থইস্ট। কিন্তু সুযোগ বুঝে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় গোল করে দলকে ফের এগিয়ে দেন বাগান সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেত্রাতোস।
তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি নর্থইস্ট ইউনাইটেডের। ৫৭ মিনিটের মাথায় দলের মাঝমাঠের অন্যতম স্তম্ভ সাহাল আব্দুল সামাদ গোল করতেই জয়ের আশা শেষ হয়ে যায় বেনোলীকের ছেলেদের।