East Bengal : শুধু পয়েন্ট নয়, এবার গোল পার্থক্যের দিকেও নজর কুয়াদ্রাতের 

এবছর অপরাজিত থেকে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই ছন্দ নিয়ে ই আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লিগ…

East Bengal Coach Carles Cuadrat

এবছর অপরাজিত থেকে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই ছন্দ নিয়ে ই আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লিগ শুরু করার কথা থাকলেও তা আদতে পূরণ হয়নি লাল-হলুদের (East Bengal)। প্রথম ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি মশাল ব্রিগেড‌। দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে কার্যত ধরাশায়ী হতে হয়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের।

তবে নিজেদের হোম ম্যাচ মুম্বাই সিটির বিপক্ষে জয়ের আশা নিয়ে মাঠে নামলেও প্রতিপক্ষ দলের শক্তিশালী বিদেশী লাইনআপের সামনে কার্যত বেসামাল হতে হয়েছে লাল-হলুদকে। যারফলে, টুর্নামেন্টের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে চলে এসেছে কলকাতার এই প্রধান। 

   

তবুও আইএসএলের প্রথম ছয়ের থাকার আশা করছেন দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তা পূরণ করতে হলে এবার একনাগাড়ে জয় পেতে হবে ইস্টবেঙ্গল ফুটবল দলকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে ক্লেটনরা। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে দেখতে হলে দুজনেরই অবস্থা প্রায় সমান। পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে দুটি দল।

সেজন্য আজকের এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের। ইস্টবেঙ্গলের পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় তুলে নিতে হবে হায়দরাবাদ দলকে। তবে বিদেশী শক্তির নিরিখে কিছুটা হলেও এগিয়ে থাকবে এবারের সুপার কাপ জয়ীরা। 

তাছাড়া গতকাল কেরালার মতো শক্তিশালী দলকে চেন্নাইন হারিয়ে দেওয়ার দরুন পয়েন্ট টেবিল আরো কিছুটা তলানিতে চলে এসেছে ইস্টবেঙ্গল। তাই জয় ছাড়া এখন আর কিছুই ভাবছেন না কুয়াদ্রাত। তবে শুধু পয়েন্ট নয়, আনুষঙ্গিক সমস্ত দিক খতিয়ে দেখছেন ভালোভাবেই। এই প্রসঙ্গে একটি মাধ্যমের মুখোমুখি হয়ে কার্লোস কুয়াদ্রাত বলেন, পাঞ্জাব দুটি ম্যাচ জিতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। অন্যদিকে, খালিদ জামিলের জামশেদপুর এফসি ও টানা দুই ম্যাচ জিতে প্রথম ছয়ে শেষ করার স্বপ্ন দেখছে। যারফলে এখন প্রতিটা ম্যাচ আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এখন ভালো খেলে ম্যাচ জেতার পাশাপাশি দলগুলির গোল পার্থক্যের দিকেও বিশেষ নজর রাখতে হবে।