Mohun Bagan : রয় কৃষ্ণাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই, জানালেন হাবাস

আবারও ওড়িশা এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Odisha FC vs Mohun Bagan Super Giant)। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ। তার আগে সংবাদ…

Mohun Bagan and Odisha FC Share Points in Draw

আবারও ওড়িশা এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Odisha FC vs Mohun Bagan Super Giant)। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।

চলতি মরসুমে বারবার ওড়িশা এফসির কাছে বাধা পেয়েছে ওড়িশা এফসি। এশিয়ান টুর্নামেন্টের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লীগেও (Indian Super League) সুপার জায়ান্টের পথের কাঁটা হয়ে উঠেছে ওড়িশা এফসি। দুই দল এখন লীগ ক্রম তালিকার শীর্ষে নিজেদের জায়গা পাকা করার চেষ্টায় রয়েছে। ওড়িশা এফসি ম্যাচের আগে হাবাস বলেছেন, “ওড়িশা ভালো দল ও ভালো কোচ রয়েছে তাদের। আমাদের টার্গেট ওড়িশায় গিয়ে ম্যাচ জেতা। এটাই আমাদের পরিকল্পনা। তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রাখতেই হচ্ছে। কারণ এবারের মরসুমে ভালো ফর্মে রয়েছে তারা।”

রয় কৃষ্ণা প্রসঙ্গে বাগান কোচের মত, “রয় দারুণ একজন খেলোয়াড়, আমি তার সঙ্গে কাজ করতে পছন্দ করতাম এবং এখন সে আমার বিপরীতে রয়েছে। কিন্তু এটাই ফুটবল। তাকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমাদের সমগ্র প্রতিপক্ষ দলকে সম্মান করতে হবে, তারা গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। বিশেষ কাউকে নিয়ে আলাদা করে কোনও বিশেষ পরিকল্পনা নেই। রয় এবং প্রতিপক্ষ ওড়িশা দল ভাল অবস্থায় থাকবে।”

“আমাদের সমস্যা তখন হবে যখন প্রতিপক্ষ গোল করবে এবং আমাদের নামের পাশে শূন্য লেখা থাকবে। এটাই ফুটবল। ওড়িশায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে এবং তারা জানে তাদের কতটা ক্ষমতা। আমাদের কঠিন ম্যাচের কথা মাথায় রেখেই মাঠে নামতে হবে।”