East Bengal : ম্যাচ হেরে এবার অভিনব যুক্তি লাল-হলুদ কোচের

হায়দরাবাদ দলের বিপক্ষে কোনোরকমে জয় আসলেও পরবর্তী ম্যাচে তার ধরে রাখা সম্ভব হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) । বলতে গেলে, গত তিন বছর ধরেই এই…

east Bengal Coach Carles Cuadrat

হায়দরাবাদ দলের বিপক্ষে কোনোরকমে জয় আসলেও পরবর্তী ম্যাচে তার ধরে রাখা সম্ভব হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) । বলতে গেলে, গত তিন বছর ধরেই এই আইএসএলে (Indian Super League) টানা দুই ম্যাচ জয়ের রেকর্ড নেই ময়দানের এই প্রধানের। কোন ম্যাচে জয় আসলেও পরের ম্যাচেই ফের ধাক্কা খেতে হয়েছে তাদের। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই একই ট্রেন্ড বজায় রাখল মশাল বাহিনী। এবার ফের অ্যাওয়ে ম্যাচে তাদের পরাজিত হতে হল জামশেদপুর এফসির কাছে। এই পরাজয়ের ফলে আইএসএলের প্লে অফের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল তাদের কাছে। অন্যদিকে, লাল-হলুদ ব্রিগেডকে পরাজিত করে প্রথম ছয়ে উঠে আসলো জামশেদপুর এফসি।‌ তবে ম্যাচের রেফারিং নিয়ে খুব একটা খুশিনন ইস্টবেঙ্গল কোচ (Carles Cuadrat)।

পূর্বে আইএসএলের পাশাপাশি সুপার কাপের মতো টুর্নামেন্টে ও রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। বিশেষ করে খেলোয়াড়দের কার্ড দেখানোর পাশাপাশি ন্যায্য গোল বাতিল করার মতো প্রসঙ্গ ও উঠে এসেছিল তার কথা থেকে। পরবর্তীতে সেই একই পথেই হাঁটতে দেখা গিয়েছিল মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। এবার তিন পয়েন্ট হাতছাড়া করার পর লাল-হলুদ কোচ বলেন, জামশেদপুর এফসি ম্যাচে যথেষ্ট সুযোগ পেয়েছে।সেই সুযোগ কাজে লাগিয়েই জয় ছিনিয়ে নিয়েছে। তবে রেফারির সিদ্ধান্ত বেশকিছু ক্ষেত্রে তাকে হতাশ করেছে। এই প্রসঙ্গেই তিনি আরো বলেন, ইন্ডিয়ান সুপার লিগে এমন নিম্নমানের রেফারিংয়ের জন্যই নাকি বিদেশি কোচদের মধ্যে অনেকে এই টুর্নামেন্টের প্রতি আগ্ৰহ হারিয়েছে। 

এই ম্যাচে দলের ফুটবলারদের নিয়ে যে খুব একটা খুশিনন কুয়াদ্রাত তা কিন্তু বলাই চলে। তবে এখনো পর্যন্ত সুপার সিক্সের আশা রাখছেন ইস্টবেঙ্গল কোচ। সেক্ষেত্রে, আগামী ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করার ক্ষেত্রে বাড়তি নজর দিতে হবে সকলকে।‌