Mohun Bagan: ফের ধাক্কা সবুজ-মেরুনে, চোট পেলেন এই তারকা ডিফেন্ডার

এবারের কিংস কাপে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে আচমকাই হাঁটুতে চোট পেয়ে যান সবুজ-মেরুন তারকা আশিক কুরুনিয়ান। সেই সময়ের জন্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলেও পরবর্তীকালে লেবানন ম্যাচে আর দেখা যায়নি তাকে।

Subhasish Bose

এবারের কিংস কাপে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে আচমকাই হাঁটুতে চোট পেয়ে যান সবুজ-মেরুন তারকা আশিক কুরুনিয়ান। সেই সময়ের জন্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলেও পরবর্তীকালে লেবানন ম্যাচে আর দেখা যায়নি তাকে। শোনা যাচ্ছিল, লিগামেন্টে হয়ত গুরুতর চোট এসেছে এই তারকার। যে কারনে টুর্নামেন্ট শেষ হতেই তাকে ক্লাবের হাতে ফিরিয়ে দেয় ফেডারেশন।

কিন্তু প্রশ্ন হল ঠিক কতটা চোট রয়েছে আশিকের? পূর্বেই বাগান কোচ হুয়ান ফেরেন্দোর মুখে শোনা গিয়েছিল আশিকের চোট যথেষ্ট গুরুতর। সেক্ষেত্রে তার মাঠে ফেরা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। বর্তমানে যা খবর, এই নয়া মরশুমে আর হয়ত খেলতে পারবেন না কেরালার এই তারকা ফুটবলার। যা শোনা মাত্রই হতাশার ছবি ধরা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

   

বলাবাহুল্য, হুয়ান ফেরেন্দোর দলের অন্যতম ভরসাযোগ্য সদস্য ছিলেন আশিক। তার চলে যাওয়ায় দলের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসবে তা কিন্তু বলাই চলে। এসবের মাঝেই এবার সামনে আসল নয়া তথ্য। এবার চোটের কবলে পড়েছেন সবুজ-মেরুন ডিফেন্ডার শুভাশিস বোস। গত কয়েকদিন ধরেই চোটের সমস্যায় ভুগছিলেন এই তারকা। তবে বিশ্রামের সাথে সাথে সুস্থ হয়ে উঠছিলেন এই বাঙালি তারকা। তবে শনিবার দলের সাথে অনুশীলন করতে গিয়ে দেখা দেয় বিপত্তি।

গোড়ালিতে গুরুতর চোট আসে এই তারকার। যারফলে, গতকাল বিশেষ গার্ড লাগিয়ে অনুশীলন শেষ করে ফিরে গেলেও আজ আর মাঠে দেখা যায়নি তাকে। পরবর্তীতে জানা যায়, যথেষ্ট গুরুতর চোট রয়েছে শুভাশিস বোসের। যারফলে, কপালে ভাঁজ পড়েছে বাগান ম্যানেজমেন্টের। আগামী ১৯ তারিখ এএফসি কাপের ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যতদূর খবর, চোটের কারনে সেই ম্যাচে খেলতে পারবেন না শুভাশিস।