গত ৩রা সেপ্টেম্বর পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। এক কথায় অভূতপূর্ব সূচনা। প্রথম ম্যাচেই বাংলাদেশ সেনার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল মেরিনার্সরা। তারপর সেই একই ফর্ম ধরেই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসিকে পরাজিত করে মোহনবাগান। তবে শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে অপ্রত্যাশিতভাবে পরাজিত হতে হয়েছিল কলকাতার এই প্রধান দলকে।
পরবর্তীতে একটা সময় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিলেও সেখান থেকে ঘুরে দাঁড়ায় দল। পরবর্তীতে শক্তিশালী মুম্বাই সিটি এফসি ও এফসি গোয়ার মতো দলকে হারিয়ে ফাইনালের টিকিট সংগ্রহ করে মোহনবাগান। তারপর ফের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ১৭ তম ডুরান্ড কাপ ও অর্জন করে ফেলে গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাব।
তবে এটা নিয়েই খুশি থাকতে রাজি নন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। যার অন্যতম কারন হল এএফসি কাপ। এবারের এই নয়া ফুটবল মরশুমে হিরো আইএসএল খেলার পাশাপাশি এএফসি কাপে ও লড়াই করবে মোহনবাগান সুপারজায়ান্টস দল। সেজন্য দলবদলের বাজার থেকে একের পর এক চমক দিয়ে এসেছে তাদের ম্যানেজমেন্ট। অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকু ও রয়েছে এবার তাদের দলে।
তাছাড়া হুগো বুমোসের পাশাপাশি দিমিত্রি তো আছেনই। তবে শুধু বিদেশি নয়, দেশীয় ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিয়েছে সবুজ-মেরুন। তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে সাহাল আবদুল সামাদ এমনকি আনোয়ার আলির মতো ফুটবলারকে ও যুক্ত করা হয়েছে কলকাতার এই প্রধানের সঙ্গে। লক্ষ্য একটাই, হিরো আইএসএলের পাশাপাশি এএফসি কাপে ও ভালো পারফরম্যান্স করা। সেই মর্মে ফেরেন্দোর নির্দেশে চলছে দলের অনুশীলন।
Come for Subhasish’s goals, stay for the Aussie hype up 🔥💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/45FRaoEy1z
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 12, 2023
তবে সদ্য জাতীয় শিবিরের জন্য ছাড়তে হয়েছিল বিদেশী তারকা আর্মান্দো সাদিকু থেকে শুরু করে দেশীয় ফুটবলারদের। এক্ষেত্রে ফেরার পর তাদের পাওয়া নিয়ে ও একটা সময় দেখা দিয়েছিল সংশয়। তবে শেষ পর্যন্ত গতকাল মোহনবাগান দলের সাথে অনুশীলনে যোগ দেন আর্মান্দো সাদিকু। পাশাপাশি ভারতের হয়ে কিংস কাপ খেলতে যাওয়া তারকা তথা আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা ও সাহাল আবদুল সামাদরা ও ফিরে এসেছেন এবার। যারফলে, আজ থেকেই দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাদেরকে। তাই আইএসএলের প্রথম ম্যাচে খেলোয়াড় নিয়ে যে কোনো রকমের সমস্যা হবে না সবুজ-মেরুন শিবিরের তা কিন্তু বলাই চলে।