জয় দিয়ে নতুন বছর শুরু করার পর মাঝে দুইটি ম্যাচে আটকে যেতে হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে। যা কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল সকলকে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি ময়দানের এই প্রধানের। বিশেষ করে গত বেঙ্গালুরু ম্যাচ থেকেই নিজেদের পুরনো ছন্দে রয়েছে সবুজ-মেরুন।তারপর সেই ধারা বজায় রেখেই পরবর্তী ডার্বি জয়। মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর এখন ও রয়ে গিয়েছে সেই জয়ের ধারা। কলকাতা ময়দানের তৃতীয় প্রধানের পর গত হোম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্সরা।
সম্পূর্ণ সময় শেষে তিন গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় জোসে মোলিনার ছেলেরা। যারফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের আর ও অনেকটাই কাছে চলে গিয়েছে মোহনবাগান। আর কয়েকটি পয়েন্ট পেলেই গতবারের মতো এবার ও নিশ্চিত হয়ে যাবে এই খেতাব। যেদিকে নজর রয়েছে আপামর বাগান জনতার। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের এমন অভূতপূর্ব পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। সেইমতো এবারের আইএসএলের প্লেলার অফ দ্যা উইকে স্থান করে নিয়েছেন বাগানের দুই তারকা ফুটবলার।
যাদের মধ্যে রয়েছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন এবং তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। বেশ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে প্লেয়ার অফ দ্যা উইকের তালিকা প্রকাশ করে আইএসএল। যেখানে দেখা যায় এই দুই ফুটবলারের নাম। বলাবাহুল্য, এই সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন জেমি ম্যাকলারেন। বিশেষ করে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে দুইবারের সাক্ষাতেই গোল পেয়েছেন তিনি। এছাড়াও গত পাঞ্জাব ম্যাচে ও দেখা গিয়েছে সেই ম্যাকলারেন ম্যাজিক।
এছাড়াও সময় যত এগোচ্ছে ততই যথেষ্ট সক্রিয় হয়ে উঠছেন দীপেন্দু বিশ্বাস। এই তরুণ ডিফেন্ডারের পারফরম্যান্স রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। বিশেষ করে গত কয়েক ম্যাচ ধরেই যেন জোসে মোলিনার অন্যতম ভরসাযোগ্য হয়ে উঠেছেন এই বাঙালি ফুটবলার। স্বাভাবিকভাবেই এবারের প্লেয়ার অফ দ্যা উইকে তাঁকে দেখতে পেয়ে খুশি সকলেই। পাশাপাশি সেরা কোচ হিসেবে উঠে এসেছেন সবুজ-মেরুন হেডস্যার জোসে মোলিনা।