Mohun Bagan: কবে মাঠে ফিরছেন জনি কাউকো? জানা গেল এবার

আগের মরশুমে আইএসএল ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। তারপর আর ফেরা হয়নি মাঠে। শেষ ফুটবল মরশুমে আইএসএল ফাইনালে দল…

Joni Kauko

আগের মরশুমে আইএসএল ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। তারপর আর ফেরা হয়নি মাঠে। শেষ ফুটবল মরশুমে আইএসএল ফাইনালে দল তাকে দেশ থেকে উড়িয়ে আনলেও পরবর্তীতে কোনো টুর্নামেন্টেই নামতে পারেননি এই তারকা। বলাবাহুল্য, এখনো পুরোপুরি সুস্থ নন তিনি।

যা পরিস্থিতি তাতে ডিসেম্বরের আগে মাঠে ফেরা সম্ভব নয় ইউরো কাপ খেলা এই তারকা ফুটবলারের। সেজন্য সবদিক মাথায় রেখেই একটা সময় এই তারকা ফুটবলার কে ছাটাই করার সিদ্ধান্ত নেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে পরবর্তীতে চোট সারিয়ে তাকে দেখে নিয়েই সিদ্ধান্ত নিতে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো। বর্তমানে সেই অপেক্ষায় সকলে।

উল্লেখ্য, নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে ইউরো দাপানো ফুটবলার আর্মান্দো সাদিকু এবার এসেছেন এই দলে। যা বর্তমানে বাড়তি শক্তি দিচ্ছে মোহনবাগানকে। শেষ মরশুমে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। সেই মেয়াদ শেষ হতেই তাকে দলে টানে মোহনবাগান ম্যানেজমেন্ট। শহরে এসে সবুজ-মেরুন জার্সিতে খেলতে নেমে অল্প দিনের মধ্যেই সকলের মন জিতে নিয়েছেন এই তারকা ফুটবলার। এএফসি কাপের মতো টুর্নামেন্টে গোল ও করেছেন এই আলবেনিয়ান তারকা। এছাড়াও দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে এসেছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। তাদের যৌথ আক্রমণে এবার ধরাশায়ী হওয়ার অবস্থা প্রতিপক্ষ দলগুলির।

কিন্তু কাউকো? এবার তাকে নিয়েই উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই ফিট হয়ে উঠেছেন ফিনল্যান্ডের এই তারকা ফুটবলার। তবে আরও কিছুটা সময় নিয়ে একেবারে ম্যাচ ফিট হয়েই নাকি মোহনবাগান শিবিরে আসবেন তিনি। সেখানে তার ফিটনেস টেস্টের উপরেই নির্ভর করবে সমস্ত কিছু। সেই পরীক্ষায় পাশ করতে পারলে আগামী জানুয়ারি থেকে আবারও ধরা দেবেন পুরোনো ছন্দে। অন্যথায় কাউকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বাগান ব্রিগেড।