Dengue: ডেঙ্গুর সাথে ড্রোনের যুদ্ধ, শুরু মশা মারার ওষুধ বৃষ্টি

দুর্গা পুজোর আগে কলকাতা ও বিভিন্ন জেলায় ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। পঞ্চায়েতের এলাকার পরিস্থিতি আশঙ্কার। সাত জেলাকে ডেঙ্গু হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে…

দুর্গা পুজোর আগে কলকাতা ও বিভিন্ন জেলায় ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। পঞ্চায়েতের এলাকার পরিস্থিতি আশঙ্কার। সাত জেলাকে ডেঙ্গু হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে ছটি হলো দক্ষিণবঙ্গের- নদিয়া, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া। আর উত্তরবঙ্গের ডেঙ্গু আক্রান্ত জেলা হল মালদা। বাংলায় ডেঙ্গুর দাপট বাড়ছে। পরিস্থিতি মোকাবিলা করতে পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। উদ্বেগজনক পরিস্থিতিতে আজ সোমবার যাদবপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ। এর আগেও পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি যাদবপুরে গিয়েছিলেন। আজ ফের তিনি যাদবপুরে পৌঁছান। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় কলকাতা পুরসভা। স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও নজর দেওয়া হচ্ছে। ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য মেয়র পারিষদ অতীন ঘোষ এই মর্মে বিভিন্ন জায়গায় যাচ্ছেন পরিস্থিতি ঘুরে দেখতে। আজ ফের তিনি যাদবপুরে। যাদবপুরে কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে ড্রোনে করে মশা মারার ওষুধ স্প্রে করে দেওয়া হয়। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডে ১৩ বিঘা জমি সমৃদ্ধ রাজ্য উন্নয়ন শিল্প পরিষদের অধীনে একটি জমি রয়েছে যেটা কৃষ্ণা ক্লাস ফ্যাক্টরি নামে পরিচিত। কৃষ্ণা ক্লাস ফ্যাক্টরির ১৩ বিঘা জমি বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। এখানে পুরকর্মীরা ঢুকে কাজ করতে পারেননা। সেই জায়গা এখন ডেঙ্গুর মশার আঁতুরঘর হয়ে উঠেছে। এই এলাকাতেও প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। দীর্ঘদিন ধরে পুরকর্মীরা এই এলাকায় ঢুকতে না পাড়ায় মশা মারার লার্ভা-নাশক ওষুধ স্প্রে করা যাচ্ছেনা, তাই ড্রোন ব্যবহার করা হয়েছে।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে সোমবার জোড়া বৈঠক হতে চলেছে নবান্নতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গুরুত্বপূর্ণ ডেঙ্গু বৈঠকে থাকবেন মুখ্য সচিব। প্রথম বৈঠকে অতিরিক্ত প্রভাবিত জেলা থাকছে বলে জানা গিয়েছে। পরের বৈঠকে সমস্ত জেলার জেলা শাসকরা থাকবেন। স্বাস্থ্য দফতরের সচিব, স্বরাষ্ট্র সচিব অন্যান্য আধিকারিকরা থাকবেন বৈঠকে। ডেঙ্গু নিয়ে কড়া পদক্ষেপ নিতে পারে নবান্ন।