যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়, ইস্টবেঙ্গলের কোচ নিয়ে কী বললেন বাগান সচিব?

    বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হাফ ডজন গোলে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে পরাজিত করেছে জোসে মোলিনার ছেলেরা। এদিন…

Secretary Debashis Dutta

short-samachar

   

বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হাফ ডজন গোলে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে পরাজিত করেছে জোসে মোলিনার ছেলেরা। এদিন মাঠে নেমে গোল পান সবুজ-মেরুনের তিন বিদেশি। জেসন কামিন্স, টম অলড্রেড এবং গ্ৰেগ স্টুয়ার্ট। ভারতীয়দের মধ্যে গোল পান লিস্টন কোলাসো এবং অনিরুদ্ধ থাপা। যা নিয়ে খুশি আপামর বাগান জনতা।

এই জয়ের দরুন ব্যাপক আত্মবিশ্বাসের সাথে ডার্বি ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। সেই প্রসঙ্গে বাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, ‘ এটা আমাদের কাছে যথেষ্ট অ্যাডভান্টেজ। আমরা এই মুহূর্তে গ্ৰুপের শীর্ষ স্থানে রয়েছি। ডার্বি ম্যাচের আগে বড় ব্যবধানে জেতা নিঃসন্দেহ আত্মবিশ্বাস বাড়াবে। তবে পরের ম্যাচে আরও ভালো খেলতে হবে। ইস্টবেঙ্গল ম্যাচ ও জিততে হবে।’

সেই সাথে পড়শী ক্লাবের কোচ কার্লেস কুয়াদ্রাতের ম্যাচ দেখতে আসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সে যথেষ্ট ভালো কোচ। বড় কোচ। দলকে যথেষ্ট সুন্দর ছন্দে আনার চেষ্টা করছেন। আশাকরি ইস্টবেঙ্গল ভালো খেলবে। তবে ডার্বি ম্যাচ নিয়ে কখনও কিছু বলা সম্ভব নয়। যে যত ভালোই দল করুক আগে থেকে বলা মুশকিল।’

বলাবাহুল্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই মোহনবাগানের দিকে নজর রাখছেন লাল-হলুদ কোচ। প্রথম ম্যাচে ও সহকারীর সাথে তাঁকে দেখা গিয়েছিল স্টেডিয়ামে। একইভাবে বৃহস্পতিবার বিকেলে ও দেখা মিলল সেই স্প্যানিশ কোচে‌র। প্রতিপক্ষের শক্তি আন্দাজ করে আদৌও তা কতটা সাফল্য পান, এখন সেদিকেই নজর সকলের।