জয়ের হ্যাটট্রিক করেই বিরিয়ানির প্রসঙ্গ টেনে হায়দরাবাদকে কটাক্ষ বাগানের

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) আরও একটি জয়ের ছোঁয়া লাগল। বুধবার নিজাম শহরেই হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC) ২-০ গোলে হারিয়ে…

Mohun Bagan SG taunts Hyderabad FC bringing the topic of Biriyani

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) আরও একটি জয়ের ছোঁয়া লাগল। বুধবার নিজাম শহরেই হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC) ২-০ গোলে হারিয়ে তাঁদের ঘরের মাঠে ঝড় তুলে দিল সবুজ মেরুন ব্রিগেড। এই জয়ের ফলে বাগান ব্রিগেড তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। একইসঙ্গে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিক করল মোলিনার দল। যা তাঁদের সাফল্যের এক নতুন অধ্যায় রচনা করেছে। ম্যাচ শেষে হায়দরাবাদকে বিরিয়ানির খোঁচা দিয়ে পোস্ট বাগান শিবিরের।

Jasprit Bumrah : শীর্ষ স্থান হারালেন জসপ্রীত বুমরার, দখল করলেন রাবাডা

   

ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধের ৩৭ মিনিটে মনবীর সিংয়ের একটি দুর্দান্ত গোল তাঁদের জন্য প্রথম লিড এনে দেয়। অনিরুদ্ধ থাপার থেকে বল পেয়ে ডান দিকে উঠে এসে তিনি গোলকিপারকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন। এর সঙ্গে দুই ডিফেন্ডারেরও তাকে আটকানোর কোনও উপায় ছিল না।

প্রতিপক্ষ নেজমেহ এসসি কোন অঙ্কে চ্যালেঞ্জ লিগে কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল চিন্তায় অস্কার

দ্বিতীয়ার্ধে খেলায় মোহনবাগান আবারও দাপট দেখায়। ৫৫ মিনিটে অধিনায়ক শুভাশিস বসুর হেড করা একটি গোল তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে। খেলার ফলাফল কার্যত স্থির করে দেয়।

অনুশীলনে অনুপস্থিত থাকলেন লাল-হলুদের এই দাপুটে ফরোয়ার্ড

এই ম্যাচে জয়লাভের পর মোহনবাগান একটি বিশেষ পোস্ট করে হায়দরাবাদকে কটাক্ষ করে। ম্যাচের পর মোহনবাগানের বিশেষ পোস্টে হায়দরাবাদের বিরুদ্ধে এই আলুর প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, “Biryani is always better with Aalu”। যার আক্ষরিক অর্থ আমরা বিরিয়ানিতে আলু রাখি, কারণ বাঙালির পাতে আলু থাকলেই তো স্বাদ বাড়ে। এই কটাক্ষের মাধ্যমে বাগান ব্রিগেড ফুটবলের পাশাপাশি খাবারের সম্পর্কেও নিজেদের পরিচয় তুলে ধরল। এখন তাঁদের সামনে রয়েছে একটি দীর্ঘ বিরতি। আগামী ১০ নভেম্বর তারা ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে। সেদিকেই সকলের নজর।