Mohun Bagan SG: সাহালকে পেতে কেরালাকে নয়া টোপ মোহনবাগানের

এই সুযোগে তাদের থেকে খেলোয়াড় টেনে নেওয়ার আসরে নেমে পড়ে টুর্নামেন্টের অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলি। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে আসতে শুরু করে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের নাম।

ভারতীয় ফুটবলার (Indian footballer) সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) দলে পেতে চায় অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি (Melbourne City FC )

বিগত কয়েক মাস ধরে বড়সড় আর্থিক সমস্যায় ভুগছে কেরালা ব্লাস্টার্স ফুটবল দল। সেজন্য কিছুদিন আগেই নিজেদের মহিলা ফুটবল দল তুলে নেওয়ার কথা জানানো হয়েছে তাদের তরফে। কিন্তু কেন এমন পরিস্থিতি? আসলে গত আইএসএল মরশুমের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসির সাথে ম্যাচ চলাকালীন একটি বিতর্কিত গোলের জেরে হঠাৎ দল তুলে নেয় ইভান ভুকোমানোভিচের কেরালা। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে ভারতীয় ফুটবল মহল।

পরবর্তীতে এই পদক্ষেপের দরুন বিরাট অঙ্কের জরিমানা করা হয় গোটা দলকে। পাশাপাশি শাস্তি দেওয়া হয় দলের কোচকে। যা সামলাতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি কেরল ম্যানেজমেন্টের। এই সুযোগে তাদের থেকে খেলোয়াড় টেনে নেওয়ার আসরে নেমে পড়ে টুর্নামেন্টের অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলি। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে আসতে শুরু করে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের নাম।

প্রথম দিকে কেরালা ব্লাস্টার্স দলের অন্যতম তারকা ফুটবল হরমিপাম রুইভার সঙ্গে বাগান অধিনায়ক প্রীতম কোটালের সোরাপ ডিল করতে চেয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান। প্রথমদিকে সবুজ-মেরুনের এই প্রস্তাব খতিয়ে দেখলে ও পরবর্তীকালে তা গ্ৰহন করেনি কেরালা। যারফলে, হরমিপাম রুইভার কেরালায় থাকা অনেকটাই নিশ্চিত।

তবে এই প্রস্তাবের কিছুদিন পরেই তাদের দলের আরেক তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদের উপর নজর পড়ে ম্যানেজমেন্টের। তারপর থেকে এই প্রতিভাবান কে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে মোহনবাগান। ঠিক হয় সামাদ কে দলে টানার জন্য ডিফেন্ডার প্রীতম কোটাল কিংবা লিস্টন কোলাসো কে তাদের কাছে পাঠাবে মোহনবাগান। তবে তাতে ও খুব একটা সম্মতি আসেনি কেরালা দলের তরফ থেকে।

দক্ষিণের এই দলের তরফে জানিয়ে দেওয়া হয় সাহাল আব্দুল সামাদের ভ্যালু তাদের ওই ডিলের থেকে অনেকটাই বেশি। যারফলে, লিস্টন কে ছাড়ার পাশাপাশি কেরালা দলকে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি মোহনবাগান সুপারজায়ান্টস। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও আগামী কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু।