Mohun Bagan SG: গোপন অনুশীলন শুরু বাগানের, কী কী হতে পারে সেখানে?

আগামীকাল থেকেই শুরু হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টসের (Mohun Bagan SG ) সিনিয়র দলের অনুশীলন। গত মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার এই প্রধান, তবে এবার তাদের লক্ষ্য আরও বড়

Mohun Bagan SG

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকেই শুরু হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টসের (Mohun Bagan SG ) সিনিয়র দলের অনুশীলন। গত মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার এই প্রধান, তবে এবার তাদের লক্ষ্য আরও বড়। নয়া আইএসএল মরশুমে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি আগত এএফসি কাপে দাপিয়ে খেলাই এখন প্রধান টার্গেট হুয়ান ফেরেন্দোর ছেলেদের। সেইমতো বিগত কয়েকদিনে শহরে এসে গিয়েছেন একাধিক ফুটবলার। আগামী কয়েকদিনের মধ্যেই চলে আসবেন বাকিরা। তারপর থেকেই পুরোদমে চলবে দলের অনুশীলন। তবে সেটা হতে চলেছে সকলের চোখের আড়ালে।

অর্থাৎ আগামীকাল থেকে গোটা দল নিয়ে গোপন অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। যতদূর জানা গিয়েছে, আগামী ২২ তারিখ থেকে টানা ২৪ তারিখ পর্যন্ত খেলোয়াড়দের নিয়ে গোপন অনুশীলন চালানো হবে। যেখানে খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি জিম ও ফিটনেস সংক্রান্ত বিষয় গুলির উপর ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হবে। আসলে হুয়ান ফেরেন্দো শহরে আসার পর থেকেই কঠোর অনুশীলনে যোগ দেবেন ফুটবলাররা। তার আগে সকলের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে চাইছে দল। তাছাড়া কোনো সমস্যা দেখা দিলে জিমের মাধ্যমে খেলোয়াড়দের ফিট করার পরিকল্পনা ও করা হয়েছে।

আরও পড়ুন: Transfer Window: আন্তর্জাতিক টুর্নামেন্টের সেরা গোলকিপার সুনীল ছেত্রীর বেঙ্গালুরুতে

উল্লেখ্য, গতবারের তুলনায় এবার অনেকটাই শক্তিশালী হয়েছে মোহনবাগান দল। গত মরশুমে দক্ষ ফরোয়ার্ডের অভাব থাকলেও আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অজি বিশ্বকাপার জেসন কামিন্স কে সই করিয়েছে এই দল। পাশাপাশি দলে আনা হয়েছে ইউরোপা লিগ খেলা তারকা আর্মান্দো সাদিকুকে। এছাড়াও ভারতীয় ফুটবল দলের তিন তারকা তথা অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ ও আনোয়ার আলির ও ডেস্টিনেশন থেকেছে এই ফুটবল ক্লাব।