CFL সিনিয়র ডিভিশনে খেলার স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন দলের সৌম্যজিৎ

ইতিমধ্যে চ্যাম্পিয়ন করেছে দলকে। তার বাড়ানো বল থেকে হয়েছে গোল। টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেছে সৌম্যজিৎ। আগামী দিনে আরও উচ্চতর ডিভিশনে (CFL) খেলার স্বপ্ন দেখছে সৌম্যজিৎ দত্ত (Soumyajit Dutta)।

Soumyajit Dutta

ইতিমধ্যে চ্যাম্পিয়ন করেছে দলকে। তার বাড়ানো বল থেকে হয়েছে গোল। টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেছে সৌম্যজিৎ। আগামী দিনে আরও উচ্চতর ডিভিশনে (CFL) খেলার স্বপ্ন দেখছে সৌম্যজিৎ দত্ত (Soumyajit Dutta)।

উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের (Uttarpara Netaji Brigade) ফুটবলার সৌম্যজিৎ দত্ত। এবারের কলকাতা ফুটবল লীগের পঞ্চম ডিভিশনে অর্জন করেছে বিজয়ী দলের সম্মান। চাপের ম্যাচেও নার্ভাস না হয়ে নিজের ফর্ম বজায় রেখেছিল সৌম্যজিৎ। পরের ধাপে কলকাতা ফুটবল লীগের তৃতীয় ডিভিশন খেলার ইচ্ছা রয়েছে। তারপর ক্রমে সিনিয়র ডিভিশন খেলার ব্যাপারে স্বপ্ন দেখছে উদীয়মান এই ফুটবলার।

আরও পড়ুন: Transfer Window: ভারতের ক্লাবে প্রিমিয়ার লিগ জয়ী ফুটবলার!

ভদ্রকালী হাইস্কুলের এই পড়ুয়া লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলছে সমানভাবে। উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের মাঠে প্র্যাকটিস করছে নিয়মিত। “ছেলের ফুটবলের প্রতি টান ছোটো থেকেই”, জানিয়েছেন সৌম্যজিৎ দত্তর মা মিঠু দত্ত।

সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চাইছেন না মা মিঠু দত্ত ও বাবা রানা দত্ত। ছেলে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলতে চায়, তাতে সায় রয়েছে বাবা-মায়ের। আগামী দিনেও কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে নন মিঠু-রানা। দরকারে পাশে এসে পাশে দাঁড়ান আত্মীয়রা। বইখাতা দরকার হলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় ক্লাবের ছেলেরা।

স্কুলের পক্ষ থেকেও সমানভাবে সাহায্য করা হচ্ছে সৌম্যজিৎকে। প্র্যাকটিসে যাতে সমস্যা না হয় সে ব্যাপারে নজর রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের। দত্ত পরিবারের বক্তব্য, ছেলে আগামী দিনেও যদি ফুটবল নিয়ে থাকতে চায় থাকুক। পাশাপাশি যদি ভালো চাকরি হয়ে যায় তাহলে দ্বিগুণ হবে আনন্দ।