Mohun Bagan: বিশ্বকাপ জয়ীকে দলে নিয়ে নিল মোহনবাগান

Mohun Bagan Supergiants

মোহনবাগানে (Mohun Bagan) বিশ্বকাপ জয়ী। বিশ্বকাপ জয়ী বাঙালি খেলোয়াড়কে দলে নিশ্চিত করেছে সবুজ মেরুন শিবির। শনিবার সকালে জানা গিয়েছে এই খবর।

ফুটবলের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটেও আধিপত্য বজায় রেখে খেলে মোহনবাগান ক্লাব। সেই লক্ষ্যে নতুন মরসুমের জন্য ঈশান পোড়েলকে ক্রিকেট দলে চূড়ান্ত করেছে সবুজ মেরুন শিবির। ঈশান পোড়েল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

   

Ishan Porel

হুগলীর এই ক্রিকেটার ২০১৬-১৭ মরসুমে বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের বিপক্ষে বাংলার হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেছিলেন। এরপর ২০১৭-১৮ মরসুমে হরিয়ানার বিপক্ষে রঞ্জি ট্রফিতে রাজ্য দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ঈশান কোচবিহার ট্রফির ফাইনালে দিল্লির বিরুদ্ধে বাংলার জয়ে অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যুব ওয়ানডেতে ডাক পেয়েছিলেন এই বঙ্গ সন্তান।

২০১৮-১৯ মরসুমে আয়োজিত দলীপ ট্রফির জন্য ইন্ডিয়া রেডের স্কোয়াডে তার নাম জায়গা পেয়েছিল। ২০১৯ সালের আগস্টে, ২০১৯-২০ দলীপ ট্রফির জন্য তাকে ইন্ডিয়া গ্রিন দলের স্কোয়াডে তার নাম দেওয়া হয়েছিল। এর দুই মাস পরে ২০১৯-২০ দেওধর ট্রফির জন্য তাকে ভারত সি স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। পরের বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারত এ দলের নিউজিল্যান্ড সফরের জন্য পোরেলকে নির্বাচিত করা হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন