এক সঙ্গে তিন ফুটবলারকে বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আগামী মরসুমে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে না হেক্টর ইয়ুস্তে, জনি কাউকো ও ব্র্যান্ডন হ্যামিলকে। বাগানের সিদ্ধান্তের ফলে দু’টো বিষয় স্পষ্ট হয়েছে।
Hira Mondal: ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মন্ডল
কোন দু’টো বিষয় এখন স্পষ্ট হয়েছে?
১. মাঝমাঠে দল গঠন- হোসি মোলিনাকে এবার কোচ হিসেবে নিযুক্ত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোলিনা মূলত মাঝমাঠের খেলার ওপর জোর দিয়ে স্ট্র্যাটেজি তৈরি করেন। তাঁকে কোচের পদে নিয়োগ করার পরেই ফুটবল প্রেমীদের অনেকে ধরে নিয়েছিলেন, মাঝমাঠে জমাটি ফুটবল খেলতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের গেম প্ল্যান কেমন হতে পারে সেটা মাঠে নামার পরেই বোঝা যাবে। আপাতত দোল গঠনের ধরণ থেকে কিছু অনুমান করা হচ্ছে।
Farewell to a special trio who helped us win our first ISL Shield and create innumerable memories!💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/NykPulexUL
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 28, 2024
জনি কাউকোর দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নেই। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ড জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তাহলে তাঁকে বাদ দেওয়া হল কেন? চোট কাটিয়ে মাঠে ফেরার পর অনেকটা শ্লথ দেখিয়েছে তাঁকে। টানা নব্বই মিনিটে সমান গতি বজায় রেখে খেলতে পারবেন কি না সেটাও প্রশ্ন। সবুজ মেরুন মাঝমাঠে মানসম্পন্ন একাধিক তরুণ ভারতীয় ফুটবলার রয়েছেন। কাউকো হয়তো গতির সঙ্গে মানিয়ে নিতে পারতেন না। তাঁর জায়গায় নতুন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
Roy Krishna: ফুটবলে সবই সম্ভব! এই ছোট্ট দেশের কাছে হারলেন কৃষ্ণারা
২. নতুন বিদেশি ফুটবলার- হুগো বুমোসের বিদায়ের খবর ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু তাঁকে কি কাউকোর জায়গায় ভাবছে ক্লাব? সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। হুগো গত মরসুমে ক্লাব কর্তাদের আস্থা অর্জন করতে পারেননি। ফলত এখন জোর জল্পনা, মাঝমাঠে নতুন বিদেশি ফুটবলার নিয়ে আসতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট।