কলকাতায় চলে এলেন মোহনবাগানের দিমি

কলকাতা: অবশেষে তিনি এলেন। তাঁকে স্বাগত জানানোর জন্য গভীর রাতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সমর্থকরা। কলকাতায় এসে পৌঁছেছেন দিমিত্রি…

Mohun Bagan SG player Dimitri Petratos have reached Kolkata

কলকাতা: অবশেষে তিনি এলেন। তাঁকে স্বাগত জানানোর জন্য গভীর রাতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সমর্থকরা। কলকাতায় এসে পৌঁছেছেন দিমিত্রি পেত্ৰাতস (Dimitri Petratos)।

   

জিতলেও ইস্টবেঙ্গলের একটি বিষয় চিন্তায় রাখছে

একে একে শহরে এসে পঠিত হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলের ফুটবলাররা। বিদেশি ফুটবলাররাও চলে এসেছেন, যোগ দিয়েছেন অনুশীলনে। কিন্তু দিমি পেত্ৰাতসের দেখা নেই। সবুজ মেরুন সমর্থকদের মধ্যে প্রশ্ন ছিল, ‘দিমি কবে আসবে?’ উত্তর ইতিমধ্যে মোহনবাগান সমর্থকরা ইতিমধ্যে উত্তর পেয়ে গিয়েছেন। দিমি চলে এসেছেন তিলোত্তমায়।

প্রিয় ফুটবলাররা বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিল মোহন-জনতা। ভিড় সামাল দেওয়ার জন্য গেটের বাইরে উপস্থিত নিরাপত্তা রক্ষীদেরও বেগ পেতে হয়েছিল। দিমি এই আবেগের সঙ্গে পরিচিত। তাঁকে ‘রিসিভ’ করার জন্য ক্লাব সমর্থকরা যে উপস্থিত থাকবেন সেটা হয়তো তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন। দিমিকে কেন্দ্র করে আবেগের বহিঃপ্রকাশ হবে নাই-বা কেন? সম্প্রতি সময়ে সবুজ মেরুন শিবিরে যে সাফল্যে এসেছে তাঁর অন্যতম কান্ডারি এই ফুটবলার।

গত মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে নামার আগে সাংবাদিক সম্মেলনে দিমি বলেছিলেন, ‘কলকাতা আমার নিজের ঘরের মতোই। ভারতে ফুটবল খেলা আমি উপভোগ করি। এখানকার স্থানীয় ছেলেদের সঙ্গে খেলেছি, এটা আমার কাছে অন্যতম স্মরণীয় মুহূর্ত। সব কিছু খুব স্বতঃস্ফূর্ত মনে হয়েছে।’

গ্যারেজে বিলাসবহুল গাড়ি, ব্যাঙ্কে কোটি-কোটি টাকা! বিসিসিআই থেকে কত স্যালারি পান জয় শাহ?

মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন হেড কোচ হোসে মোলিনা। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টরা ইতিমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন। সতীর্থদের সঙ্গে এবার গা ঘামাবেন পেত্ৰাতস। আক্রমণভাগে এই চার ফুটবলারের সমীকরণ দেখার জন্য মুখিয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা।