অনুশীলন শুরু করে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। দলের বেশিরভাগ সদস্য কলকাতায় এসে গিয়েছেন, যোগ দিয়েছেন দলের সঙ্গে। তবে বিদেশিদের আসার ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়ে গিয়েছে। এসে পৌঁছাননি জনি কাউকো (Joni Kauko)। তিনি কবে আসবেন কলকাতায়? মিলেছে আপডেট।
এবার ভিসা সমস্যার বিরুদ্ধে মোকাবিলা করতে হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোকে। মোহন বাগান সুপার জায়ান্টের কয়েক বিদেশি ফুটবলার এসে পৌঁছলেও কলকাতায় এসে পৌঁছাতে পারেননি কাউকো সহ একাধিক ফুটবলার। এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে চলতি মাসে তার কলকাতা বিমানবন্দরে পা রাখার সম্ভাবনা খুবই কম। আগস্ট মাসের প্রথম সপ্তাহ নয়তো দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে তিলোত্তমায় আসতে পারেন ফিনল্যান্ডের এই তারকা ফুটবলার।
আরও পড়ুন: Mohun Bagan SG’s New Jersey: ক্লাবের সমর্থকদের বোকা বানিয়েছে মোহনবাগান!
গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন জনি কাউকো। মরসুমের মাঝ পথে চোট পেয়েছিলেন। বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি ফিনল্যান্ডের তারকা ফুটবলার। এখন চোট সারিয়ে, ফিটনেস ফিরিয়ে আনার পর মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
AFC প্রতিযোগিতার কথা মাথা রেখে সবুজ মেরুন শিবিরে এবার চাঁদের হাট। ভালো দল গঠন করার কাজে কোনো কার্পণ্য করেননি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোটা অংকের ট্রান্সফার ফি দিয়েও ফুটবলার নিয়ে আসা হয়েছে। এই অবস্থা প্রশ্ন উঠেছিল ক্লাবে জনি কাউকোর ভবিষ্যত্ নিয়ে। ক্লাব তাকে রাখবে নাকি রিলিজ করে দেবে সেই প্রশ্ন ফুটবল প্রেমীদের মধ্যে রয়েছে। জনি ইন্ডিয়ান সুপার লীগে খেলা অন্যতম সেরা বক্স টু বক্স মিডফিল্ডারদের মধ্যে অন্যতম।
আরও পড়ুন: Mohun Bagan SG: ডুরান্ড কাপ নিয়ে টিমের প্ল্যান জানালেন সঞ্জীব গোয়েঙ্কা
জনির সঙ্গে মোহন বাগান সুপার জায়ান্টের এখনও চুক্তি বাকি রয়েছে। সেহেতু দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। যেমনটা করেছেন ফ্লোরেন্তিন পোগবা। তার সঙ্গে বাগানের চুক্তি থাকায় অনুশীলনে অংশ নিয়েছেন ফরাসি তারকা। জনির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। অনুশীলনে যোগ দেবেন। এমনটাও শোনা যাচ্ছে, বাগান ম্যানেজমেন্টের AFC অংকে এখনও রয়েছেন কাউকো। দরকার পড়লে কাজে লাগানো হতে পারে তাকে।