Rohit Sharma: নতুন নজির গড়ার পথে ভারতীয় ব্যাটসম্যান রোহিত

বিশ্বের কিছু সেরা ব্যাটারদের মধ্যে নিংসন্দেহে রোহিত শর্মার (Rohit Sharma) নাম ঢুকিয়ে দেওয়া যায়। তাছাড়া যবে থেকে ম্যাচ ওপেন করছেন, তবে থেকে ম্যাচ জেতানোর দায়িত্ব অনেকবার একাই তুলে নিয়েছিলেন কাঁধে।

Rohit Sharma Rebukes Ishan Kishan

বিশ্বের কিছু সেরা ব্যাটারদের মধ্যে নিংসন্দেহে রোহিত শর্মার (Rohit Sharma) নাম ঢুকিয়ে দেওয়া যায়। তাছাড়া যবে থেকে ম্যাচ ওপেন করছেন, তবে থেকে ম্যাচ জেতানোর দায়িত্ব অনেকবার একাই তুলে নিয়েছিলেন কাঁধে। যদিও মাঝে তাঁর ছধ্দি অল্প মেঘ দেখা গিয়েছিল, আশা করাসে মেঘ কাটছে।

আজ বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। সেখানেই কিছু রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে রোহিতের। রিকি পন্টিং, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন সর্বকালের সেরা ক্রিকেটরদের তৈরী করা রেকর্ড ভাঙার লক্ষ্যে রোহিত আদৌ রয়েছেন কিনা যানা নেই, তবে যদি তাঁদের ছাড়িয়ে যান, তবে এই নিয়ে বিশেষ হৈচৈ যে হবে, সে নিয়ে সন্দেহ কোথায়!

পঞ্চাশ ওভারের খেলায় ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে আপাতত রয়েছে ৯৮২৫ রান। আর ১৭৫ টা রান তুলতে পারলেই কেল্লাফতে! দ্রুততম ১০,০০০ রান করার তালিকায় গাঙ্গুলী, তেন্ডুলকর, পন্টিংকে টপকে সটাং উঠে আসবেন দ্বিতীয় স্থানে।

তালিকায় প্রথম স্থানে বিরাট কোহলি অবশ্য এখনো অনড়। ২০৫টি ওডিআই ইনিংসেই ১০,০০০ করে ফেলেছেন তিনি। তেন্ডুলকর, গাঙ্গুলী এবং পন্টিংয়ের যথাক্রমে ২৫৯, ২৬৩, ২৬৬ ইনিংস লেগেছিল।

রোহিত শর্মা আপাতত ২৩৬টি ইনিংস খেলেছেন। অতএব কোহলিকে টপকানো সম্ভব হবে না তাঁর। কারণ কোহলি তাঁর ২০৫ ইনিংসের মাথায় ১০,০০০ রান সম্পূর্ণ করেন।

ওডিআই ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান:
বিরাট কোহলি: ২০৫
শচীন টেন্ডুলকার: ২৫৯
সৌরভ গাঙ্গুলি: ২৬৩
রিকি পন্টিং: ২৬৬
জ্যাক ক্যালিস: ২৭২
এমএস ধোনি: ২৭৩
রাহুল দ্রাবিড়: ২৮৭

ওয়ানডেতে ভারতের হয়ে ৪৮.৬৪ গড়ে রান করেছেন। ভারতের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে তাঁর নামে ৩০টি সেঞ্চুরি ও ৪৮টি অর্ধশতক রয়েছে। আশা করা যায় এই বছর ব্যাট হাতে তাঁর ভালো ফর্ম অব্যাহত থাকবে, বিশেষ করে এই বছর বিশ্বকাপও হচ্ছে ভারতের ঘরের মাঠে।