শেষ মুহূর্তের ধাক্কা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল মোহনবাগান (Mohun Bagan SG)। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল ডেগি কার্ডোজোর ছেলেরা। প্রতিপক্ষ ছিল ক্যালকাটা কাস্টমস (Calcutta Customs Club)। এদিন ১-০ গোলে ম্যাচ জিতে গ্ৰুপের তৃতীয় স্থানে উঠে এল রবি হাঁসদারা। হারের ফলে সুপার সিক্সের রাস্তা কার্যত কঠিন থেকে কঠিনতর হয়ে গেল সবুজ-মেরুন শিবিরের জন্য।
ম্যাচের প্রথম থেকেই কার্যত ছন্দে ছিল না মোহনবাগান। অধিনায়ক সন্দীপ মালিক চোটের কারণে মাঠের বাইরে থাকায় নেতৃত্বে ছিলেন গোলকিপার দীপ্রভাত ঘোষ। তিনি একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে ভরসা দিলেও, শেষ মুহূর্তের ভুল তাঁর সব প্রচেষ্টাকে ম্লান করে দেয়।
প্রথমার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কাস্টমসের হাতেই। রিকি ঘরামি ডান দিক থেকে বারবার আক্রমণে উঠে এসে মোহনবাগান রক্ষণের পরীক্ষা নেন। অন্যদিকে, আদিত্য অধিকারী ও শিবম মুণ্ডার মতো ফুটবলাররা বল পজেশন রাখলেও বিপজ্জনক সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। মাঝমাঠে ছড়াছড়ি থাকলেও তা থেকে গোলের রাস্তা খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ার্ধেও পরিস্থিতি বদলায়নি। কাস্টমস আক্রমণাত্মক মনোভাব ধরে রাখে। ৬৯ মিনিটে ঝন্টু প্রসাদের একটি শক্তিশালী শট মোহনবাগান গোলকিপার দীপ্রভাত অনবদ্য দক্ষতায় রুখে দেন। তবে পরক্ষণেই কাস্টমসের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। সুযোগ এলেও কাজে লাগাতে ব্যর্থ হয় মোহনবাগান। ৮০ ও ৮৭ মিনিটে দুটি সোনালী সুযোগ পায় সবুজ-মেরুন, কিন্তু পীযূষ ঠাকুরির শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়।
যখন মনে হচ্ছিল ম্যাচ শেষ পর্যন্ত ড্রতেই শেষ হবে, তখনই বিপর্যয়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বাঁদিক থেকে আসা রৌনক পালের বাঁ পায়ের জোরালো শট দীপ্রভাত ঘোষকে পরাস্ত করে জালে ঠাঁই পায়। এই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে ক্যালকাটা কাস্টমস। উচ্ছ্বসিত হয়ে ওঠে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। অন্যদিকে হতাশায় ডুবে যায় মোহনবাগান শিবির।
Not our day at Naihati stadium#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/IHhbbz80Xp
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2025
এই হার মোহনবাগানের জন্য শুধু পয়েন্ট টেবিলেই ধাক্কা নয়, আত্মবিশ্বাসেও বড়সড় চোট। এর আগে বিএসএসকে ৫–২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু কাস্টমসের বিরুদ্ধে আটকে গিয়ে সুপার সিক্সের স্বপ্ন ক্রমশ অধরা হয়ে গেল। নয় ম্যাচের চারটিতে জিতে, দুটিতে ড্র এবং তিন ম্যাচে হেরে ১৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্ৰুপের ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে ক্যালকাটা কাস্টমস ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্ৰুপের তৃতীয় স্থানে পৌঁছাল।
Mohun Bagan SG loses to Calcutta Customs Club last minute goal hurts Super Six hopes in CFL 2025

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
