Mohun Bagan: লাল হলুদ সাইকেলে চড়ে মালদ্বীপ ঘুরছেন জেসন কামিন্স

আবার বিদেশে গিয়েছেন জেসন কামিন্স (Jason Cummings)। তবে এবার থাইল্যান্ডে নয়, গিয়েছেন মালদ্বীপে। Advertisements ছুটি পেলেই ঘুরতে চলে যান মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) বিদেশি…

Mohun Bagan Jason Cummings

আবার বিদেশে গিয়েছেন জেসন কামিন্স (Jason Cummings)। তবে এবার থাইল্যান্ডে নয়, গিয়েছেন মালদ্বীপে।

Advertisements

ছুটি পেলেই ঘুরতে চলে যান মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) বিদেশি ফুটবলার জেসন কামিন্স। ভারতে খেলতে আসার পর বেশ কয়েকবার গিয়েছেন বিদেশ ভ্রমণে। বলা বাহুল্য, থাইল্যান্ড অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের খুব পছন্দের জায়গা। কিছু দিন আগেই গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার গিয়েছেন মালদ্বীপে।

Advertisements

আপাতত ইন্ডিয়ান সুপার লিগে বিরতি চলছে। ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন ফুটবলাররা। সবাই অবশ্য ছুটি কাটাচ্ছে না। ভারতের হয়ে খেলার জন্য অনেকে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে বাদ পড়েছেন জেসন কামিন্স। আপাতত ক্লাব ফুটবলেই মনোনিবেশ করতে হচ্ছে তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Jason Cummings (@jasoncummings35)

বান্ধবীর সঙ্গে মালদ্বীপ বেড়াতে গিয়েছেন জেসন। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন একাধিক পোস্ট। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতেও ঘুরতে পাওয়ার ছবি শেয়ার করেছেন তিনি। লাল হলুদ সাইকেলে চড়ে সমুদ্রের ধারে ভ্রমণে ছবি পোস্ট করেছেন জেসন কামিন্স। সঙ্গে তাঁর বান্ধবী।

কয়েক কোটি টাকার বিনিময়ে জেসন কামিন্সকে সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আশা করা হয়েছিল প্রচুর গোল করবেন। মরসুমের শুরু দিকে গোলের মধ্যে ছিলেন। খেই হারিয়েছিলেন মরসুমের মাঝামাঝি সময়ে। সম্প্রতি আবার নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ঘুরে আসার পর ফুরফুরে মেজাজে জেসন আরও গোল দেবেন, মোহনবাগান সমর্থকরা এই আশাই করবেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Jason Cummings (@jasoncummings35)