দিনকয়েক আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। সেই মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে কলকাতার এই প্রধান। তারপর সবাইকে চমকে দিয়ে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় হুয়ান ফেরেন্দোর দল (Mohun Bagan SG)।
তবে সেখানেই শেষ নয়, এই জনপ্রিয় লিগ জেতার সুবাদে এএফসি কাপে খেলার ছাড়পত্র ও উঠে এসেছে তাদের হাতে। বর্তমানে খেলোয়াড়দের অধিকাংশ নিজেদের মতো করে ছুটি কাঁটালেও এখন থেকেই আগামী মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান শিবির।
আসন্ন মরশুমে আইএসএলের লিগশিল্ড জয়ের পাশাপাশি এএফসি কাপ জিতে শহরে ফিরতে চায় কলকাতার এই প্রধান। সেইমতো দল গঠনের দিকে নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। সেইমতো বেশকিছু ফুটবলারদের সঙ্গে কথা ও এগিয়ে নিয়ে গিয়েছে ক্লাব। তাদের মধ্যে সবথেকে বেশি উঠে আসছে অজি তারকা জেসন কামিন্সের নাম। বর্তমান সময়ে তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেললেও আগামী মরশুমে সবুজ-মেরুনে আসার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। কিন্তু কবে ভারতে আসবেন তিনি?
যতদূর জানা গিয়েছে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া লিগের ফাইনাল খেলবে কামিন্সের দল অর্থাৎ সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। তারপরেই হয়ত ২৭ বছরের এই তারকার নাম ঘোষণা করা হবে সবুজ-মেরুনের তরফ থেকে। পূর্বে একাধিকবার কলকাতায় এসে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন কামিন্সের এজেন্ট। কথাবার্তা সম্পূর্ণ ইতিবাচক থাকায় এই অজি তারকার আসার সম্ভবনা অনেকটাই বেশি।