Durand Cup: কলকাতায় অস্কার! মোলিনা কবে আসছেন?

Jose Molina Reacts After Mohun Bagan Beat Jamshedpur FC

Advertisements

রান্ড কাপ (Durand Cup) ২০২৫ ঘিরে ফুটবল মহলে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো ও আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে এখনও অপেক্ষা চলছে প্রধান কোচ হোসে মোলিনার আগমনের। শুরু হয়েছে দুই প্রধানের প্রস্তুতি, তবে মোলিনার দেরিতে আসা কি প্রভাব ফেলবে মেরিনার্সদের পরিকল্পনায়? বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিও।

Advertisements