ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) অপ্রতিরোধ্য গতি বজায় রেখেছে। কলকাতা ডার্বির ১১ দিন পর হায়দরাবাদ এফসিকে হারিয়ে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিক করেছে মোলিনার দল। দলে আগত নতুন বিদেশি গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেনের দুরন্ত পারফরম্যন্স দেখে আসন্ন ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী দলের ফুটবলার থেকে সমর্থকরাও। ১০ নভেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশার এফসির মুখোমুখি হতে চলছে সবুজ-মেরুন শিবির। এই ম্যাচের আগে প্রকাশ্যে এল অধিনায়ক শুভাশীষ বোসের (Subhasish Bose) সঙ্গে বাগান শিবিরের চুক্তি বিষয়ক তথ্য।
জামশেদপুর ম্যাচের আগে নতুন চ্যালেঞ্জ নিয়ে ‘বিস্ফোরক’ ওয়েন কোয়েল
কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ফের মাঠে নেমেছিল মেরিনার্সরা। গত বুধবার শুভাশীষদের প্রতিপক্ষ ছিল নিজাম শহরের দল হায়দরাবাদ এফসি। গত ম্যাচে মহামেডানকে ৪-০ গোলে হারানোর পর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল সিংটোর দল। সেকারণে ম্যাচের ফলাফল কী হবে, তা নিয়ে অনেকেই আশঙ্কায় ছিলেন। কিন্তু, পালতোলা নৌকার সামনে কার্যত চুরমার হয়ে গেল হায়দরাবাদ এফসি। ২-০ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। একটি করে গোল করলেন মনবীর সিং এবং শুভাশীষ বোস।
অস্টেলিয়া টেস্টের আগে বিরাট-রোহিতদের কোন ভুল শুধরে নেওয়ার বার্তা দিলেন শেহবাগ
ওডিশা ম্যাচের আগেই সামনে এল শুভাশীষের সঙ্গে ক্লাবের চুক্তি বিষয়ক নতুন তথ্য। তাঁর সঙ্গে বাগান শিবিরের দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। গত মরশুম এমনকি চলতি মরশুমেও শুভাশীষ বোসের পারফরম্যন্স ছিল অত্যন্ত প্রশংসনীয়, এবং তাঁর নেতৃত্বে দল বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষত আইএসএলে গত মরশুমে শিল্ড জয় এবং ডুরান্ড কাপে রানার্স আপ হওয়া।
MBFT understands, Mohun Bagan has started initial discussions about a long term contract with the representatives of Club captain Subhasish Bose to renew his stay at the club. Initial discussion has been fruitful!#JoyMohunBagan #MBFT pic.twitter.com/twq9y8Zftp
— MBFT : Mohun Bagan (@MBFT89) November 4, 2024
শুভাশীষ বোসের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চায় মোহনবাগান। ক্লাবের কর্মকর্তারা বিশ্বাস করেন, বোসের উপস্থিতি দলকে আরো শক্তিশালী করবে এবং নতুন খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বোসের নেতৃত্বে ক্লাবটি মাঠে এবং মাঠের বাইরেও একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে সফলতা লাভ করেছে।
মহিলা ক্রিকেট দলের জন্য নতুন আন্তর্জাতিক সূচি প্রকাশ
প্রাথমিক আলোচনাগুলি ইতিবাচক হওয়ায়, মোহনবাগান এখন শুভাশীষ বোসের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর দিকে এগোচ্ছে। যা শুনে বাগান সমর্থকরাও আশায় বুক বেঁধে আছেন যে শুভাশীষ বোসের সঙ্গে চুক্তি নবীকরণ হলে, তিনি আরও কিছু অসাধারণ মুহূর্ত উপহার দেবেন এবং ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবেন। ক্লাবের সঙ্গে বোসের সম্পর্ক এখন কেবল খেলার মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে বলেও উল্লেখ করা যায়।