হায়দরাবাদকে হারিয়েই সমর্থকদের হাতে উপহার তুলে দিলেন কামিন্স

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) আরও একটি জয়ের ছোঁয়া লাগল। গত বুধবার হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC) ২-০ গোলে পরাজিত করে তারা নিজেদের ঘরের মাঠে…

Jason Cummins gave a gift to the Mohun Bagan SG fans

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) আরও একটি জয়ের ছোঁয়া লাগল। গত বুধবার হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC) ২-০ গোলে পরাজিত করে তারা নিজেদের ঘরের মাঠে সাফল্য উদযাপন করলো। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গাচাবাউলি স্টেডিয়ামে, যেখানে সবুজ-মেরুন ব্রিগেডের সমর্থকরা উন্মাদনায় মেতে ওঠে। এদিন ম্যাচ শেষে বাগান সমর্থকদের (Mohun Bagan SG Fans) মন জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা তথা বাগান ফুটবলার জেসন্স কামিন্স (Jason Cummings)।

জয়ের হ্যাটট্রিক করেই বিরিয়ানির প্রসঙ্গ টেনে হায়দরাবাদকে কটাক্ষ বাগানের

   

ম্যাচের প্রথম গোলটি করেন মনবীর সিং, যিনি ৩৭ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান। তাঁর এই গোলের ফলে মোহনবাগান দলটি আত্মবিশ্বাস পায় এবং খেলার গতিকে নিজেদের অনুকূলে নিয়ে আসে। পরবর্তীতে ৫৫ মিনিটে দলের অধিনায়ক শুভাশীষ বোস দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। যদিও এরপর দুই দলের মধ্যে বেশ কিছু গোলমুখী আক্রমণ হলেও কেউ আর গোলের দেখা পায়নি।

প্রতিপক্ষ নেজমেহ এসসি কোন অঙ্কে চ্যালেঞ্জ লিগে কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল চিন্তায় অস্কার

এই জয়ের ফলে মোহনবাগান তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এবং চলতি মরশুমে এটি তাদের জয়ের হ্যাটট্রিক। মোলিনার দলের ধারাবাহিকতা ফুটবলপ্রেমীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।

অনুশীলনে অনুপস্থিত থাকলেন লাল-হলুদের এই দাপুটে ফরোয়ার্ড

ম্যাচের পর, অস্ট্রেলিয়ান তারকা জেসন্স কামিন্স সমর্থকদের মন জয় করতে সক্ষম হন। তিনি মাঠে নামার পর খুব একটা বল পায়ে না দোলালেও, ম্যাচ শেষে একটি বিশেষ কাজ করে সকলের নজর কাড়েন। তিনি একটি পোস্টার দেখে, যেখানে লেখা ছিল ‘Cummings Please Give Me Your Shirt’, নিজের জার্সি খুলে সেই সমর্থকের হাতে তুলে দেন। এই মুহূর্তটি ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়ে, এবং সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে যান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indian Super League (@indiansuperleague)

মোহনবাগান সামাজিক মাধ্যমে হায়দরাবাদ এফসিকে খোঁচা দিয়ে বিরিয়ানির প্রসঙ্গ টেনে মজা করে পোস্টও করে। এতে স্পষ্ট বোঝা যায় যে, ফুটবলের পাশাপাশি প্রতিযোগিতামূলক আবহও সমর্থকদের মধ্যে হাস্যরস সৃষ্টি করে।

টানা তিন ম্যাচ জিতে কী বলছেন বাগান অধিনায়ক?

মোহনবাগানের এই সাফল্য কেবল মাঠে নয়, মাঠের বাইরে সম্পর্ক এবং সমর্থকদের মধ্যে একটি নতুন বন্ধন সৃষ্টি করছে। সামনের ম্যাচগুলোতে তারা আরও উজ্জীবিত হয়ে মাঠে নামবে, এই আশাতেই তাঁদের সমর্থকরা মুখিয়ে আছেন।