Mohun Bagan SG: মোহনবাগান সমর্থকদের আরও একটি ইচ্ছা পূরণ হতে পারে

Mohun Bagan Supergiants

মোহনবাগান (Mohun Bagan SG) সমর্থকদের জন্য সময়টা মন্দ যাচ্ছে না। ইন্ডিয়ান সুপার লীগ জয়ের পর থেকে একের পর এক চমকপ্রদ খবর পেয়েছেন তারা। সব ঠিক থাকলে আগামী দিনে আরও একটি ইচ্ছা তাদের পূরণ হতে পারে।

নতুন মরসুম শুরু হওয়ার আগে দলের জার্সি নিয়ে যে কোনো ক্লাব সমর্থকদের মনে প্রত্যাশা থাকে। নিজের পছন্দ মতো প্রিয় ক্লাবের জার্সি ডিজাইন করেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের কনসেপ্ট জার্সির ছবিও কেউ কেউ পোস্ট করে থাকেন। কিন্তু দিন আগে মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল একটি আভাস।

   

নতুন মরসুমে নতুন জার্সি পরে মাঠে খেলতে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে একাধিক সমর্থক নিজেদের কনসেপ্ট জার্সির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সব ঠিক থাকলে এবার সমর্থকদের ডিজাইন করা কোনো জার্সিকে মান্যতা দিতে পারে ক্লাব। বিষয়টা বাস্তবায়িত হলে ভারতীয় ফুটবলে তা হবে অভিনব ঘটনা।

মোহনবাগান সমর্থকদের একের পর এক দাবিকে মান্যতা দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান ক্লাবের নামের সামনে থেকে তুলে দিয়েছেন লোগো। বদল করেছেন ক্লাবের নাম। এটিকে তুলে দিয়ে ক্লাবের নাম করা হয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। সোমবার ক্লাবের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। সমর্থকদের দাবি মেনে মেনে লোগোতে স্থান পেয়েছে মোহনবাগানের প্রতিটা বর্ষ। বিশ্ব মানের একাধিক ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ক্লাব। এবার নতুন জার্সি নির্বাচনের পালা। হয়তো এখানেও মাথায় রাখা হবে সমর্থকদের দাবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন