East Bengal Club : আইএসএল-এর এই দলের একাধিক ফুটবলারের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল

দলবদলের বাজার কার্যত একাই মাত করে রেখেছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। ফুটবল মহল, সমর্থকদের আলোচনায় জল্পনার পর জল্পনা। সত্যতা নিয়েও থাকছে প্রশ্ন। গুজব অনুযায়ী ইন্ডিয়ান…

দলবদলের বাজার কার্যত একাই মাত করে রেখেছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। ফুটবল মহল, সমর্থকদের আলোচনায় জল্পনার পর জল্পনা। সত্যতা নিয়েও থাকছে প্রশ্ন। গুজব অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়ান এফসির (CFC) একাধিক ফুটবলারের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল।

জবি জাস্টিন – এবারের টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই আলোচনায় জবি জাস্টিনের নাম। লাল হলুদ জার্সিতে দাপটের সঙ্গে খেলে যাওয়া এই স্ট্রাইকারকে আগামী মরশুমে ফের ক্লাবে দেখা যেতে পারে এমন সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বলে মনে করা হচ্ছে।

জার্মানপ্রীত সিং – ভারতীয় ফুটবলের উদীয়মান ফুটবলার। মাঝমাঠে খেলেন। তাঁকে নেওয়ার জন্য লাল হলুদ কর্তারা চেষ্টা করছেন বলে ফুটবল মহলের একাংশের অনুমান।

আরও পড়ুন: East Bengal : চেন্নাইয়ের বিদেশিকেও নিতে পারে ইস্টবেঙ্গল

বিশাল কাইথ – দক্ষিণ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলটির গোলরক্ষক। প্রতিশ্রুতিবান। নতুন মরশুমে ইস্টবেঙ্গল তাঁকে সই করতে পারেন বলে অনেকের ধারণা। অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে সোয়াপ ডিল হতে পারে এমন গুজবও রয়েছে দল বদলের বাজারে।

কোনো এক বিদেশি – নিশ্চিত করে কারও নাম জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে চেন্নাইয়ান এফসির এক বিদেশি ফুটবলারকে দলে নিতে ইচ্ছুক শতাব্দী প্রাচীন ক্লাব। ইস্টবেঙ্গল সমর্থকদের কারও কারও ফেভারিট ভ্লাদিমির কোমান।