Mohun Bagan SG: চেন্নাইনের এই তারকা ফুটবলারকে নিতে ঝাপাচ্ছে মোহনবাগান

Mohun Bagan SG Sets Sights on Anirudh Thapa: Potential Star Transfer in the Making

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে আইএসএলের প্রত্যেকটি ক্লাব। দলবদলের বাজারে প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দলের সক্রিয়তা অধিক থাকলেও সময়ের সাথে সাথে আসরে নেমে পড়ে বাকি দলগুলো। এক্ষেত্রে সবার আগে উঠে আসে মোহনবাগানের (Mohun Bagan SG) নাম।

Advertisements

 আরও পড়ুন: Mohun Bagan SG: মোহনবাগানে নিশ্চিত জেসন কামিন্স, কবে আসছেন এই তারকা?

কিছু সময় আগেই হায়দরাবাদ এফসির অন্যতম তারকা ফুটবলার আকাশ মিশ্রা ও বিদেশী ফরোয়ার্ড জেসন কামিন্স কে চূড়ান্ত করেছে সবুজ-মেরুন ব্রিগেড। একটা সময় এই দুই তারকা ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে আপ্রান চেষ্টা চালিয়েছিল মুম্বাই সিটি এফসি ও এফসি গোয়ার মতো দল। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে কলকাতার এই প্রধান।

 আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পতাকা কিংবা স্কাফ নিয়ে ঢোকা যাবে না ইডেনে, কিন্তু কেন?

Advertisements

তবে সেখানেই শেষ নয়। আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে এবার চেন্নাইন এফসির এক তরুণ ফুটবলার কে নিচে চাইছে হুয়ান ফেরেন্দোর দল। তিনি অনিরুদ্ধ থাপা। শোনা যাচ্ছে, আগামী দুই মরশুমের জন্য এই তারকা ফুটবলার কে বিরাট অঙ্কের চুক্তিতে নিতে চাইছে কলকাতার এই প্রধান। তবে আদৌ তিনি আসবেন কিনা সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি।

 আরও পড়ুন: Transfer News: বেঙ্গালুরু এফসি ছাড়লেন প্রাক্তন মোহনবাগান তারকা প্রবীর দাস

বলাবাহুল্য, গত আইএসএল মরশুমে চেন্নাইন দলের হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। রহিম আলির পাশাপাশি অনিরুদ্ধ থাপার সক্রিয়তায় একাধিক ম্যাচ জিতেছে অভিষেক বচ্চনের এই ক্লাব। তাই আদৌ এই তারকাকে চেন্নাইন ছাড়বে কিনা সেটিও দেখার বিষয়। বিশেষ সূত্র মারফত খবর, কলকাতার এই প্রধানের আকর্ষণীয় প্রস্তাবে যথেষ্ট খুশি অনিরুদ্ধ থাপা ও তার এজেন্ট। সব ঠিক থাকলে আসন্ন মরশুমে কলকাতায় আসতেই পারেন বছর পঁচিশের এই তরুণ ফুটবলার।